আমি বেশ চুপচাপ!! ওরা দেশটারে চুল্লি বানাইয়া, স্বাধীনতাটাকে সেই চুলায় বসাইয়া দিলো, লাকড়ি হিসেবে দিলো লাখো বাঙালীর জীবন ও সম্ভ্রম আর ঘরবাড়ি, বলল, নে বাঙালী, মর স্বাধীনতার নামে। স্বাধীনতাটা জ্বললো নয়টা মাস, গ্রেনেড ফাটলো, গুলি চললো, জান গেলো, মান গেলো। কারো মরা কান্না, কারো দানবের হাসি, কারো নি:শব্দে চলা, কখনোবা শান্তি কমিটির বাঁশি। মা-বাপ হারালো, বোন হারালো, কেউ হারালো ভাই, কারোর তখন দেশটা ছাড়া আপন কেউই নাই। সেই আগুনে সব জ্বললো, সব পুড়লো, আর আমার স্বাধীনতাটা হয়ে গেলো মানুষ আর কাঠ পোড়ানো ভাস্কর্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।