শুক্রবার মধ্যরাতে শহরের পশ্চিম বাইপাস মোড় তাদের আটক করা হয় বলে পুলিশে জানিয়েছে।
নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাটোর-ঢাকা মহাসড়কের পশ্চিম বাইপাসে সড়ক অবরোধ করে একদল ডাকাত রাজশাহী থেকে আসা গরু বোঝাই একটি ট্রাক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এ সময় ট্রাকে থাকা লোকজন চিৎকার করলে এলাকাবাসী এসে ১০ ডাকাতকে আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে থানার এসআই আমিনুল ইসলাম বাদী তাদের ডাকাতি প্রস্তুতির মামলা করেছেন।
শনিবার আসামিদের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।