শুক্রবার সকাল সাড়ে ৬টায় নাটোর-ঢাকা মহাসড়কের খেঁজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সরোয়ার হোসেন জানান।
নিহত হাবিল উদ্দিন (৪৬) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সোনাতলা গ্রামের আকরাম সরকারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সারোয়ার জানান, খেঁজুরতলা এলাকার ওই মহাসড়কে গতিরোধকের উপস্থিতি বুঝতে না পেরে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে ওই ট্রাকটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান চালক হাবিল।
দুটি ট্রাকই পুলিশ আটক করেছে।
এসআই সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাছাকাছি সময়ে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া সড়কে আরেকটি দুর্ঘটনা হয়।
সেখানে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি বাস গাছের সাথে ধাক্কা খেয়ে পাঁচ যাত্রী আহত হন।
গুরুতর আহত পরী বেগমকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা ও চালকের মৃত্যুর বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আর সিংড়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।