শনিবার সকালে এই ঘটনার পর হরতালকারী বিএনপিকর্মীদের সঙ্গে সরকার সমর্থক আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
সকাল ৯টার দিকে ‘একতা এক্সপ্রেসে’ হরতাল সমর্থক বিএনপিকর্মীরা আগুন ধরায় বলে নাটোরের স্টেশন মাস্টার অশোক কুমার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী ট্রেনটি নাটোর স্টেশনে এসে থামে। এসময় যাত্রীবেশী কয়েকজন ট্রেনটির গার্ডরুমে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটালে আগুন ধরে যায়।
ট্রেনের নিরাপত্তা রক্ষীরা ওই সময় ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অন্যদিকে রেলের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
একই সময় আরো কয়েকজন হরতাল সমর্থক ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ভাংচুর চালায় বলে জানান স্টেশন মাস্টার। এতে ট্রেনের নয় যাত্রী আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।