নাটোরের লালপুর উপজেলায় বিএনপি’র মধ্যস্থতায় আওয়ামী লীগ -জামায়াতের ইসলামীর ব্যতিক্রমধর্মী সমঝোতা বৈঠক থানা বিএনপি’র সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাষ্টারের মধ্যস্থতায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত্ম লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্টিত হয় । তিনঘন্টা ব্যাপি চলা এ বৈঠকে স্বিদ্ধান্ত্ম হয় আজকের পর থেকে সারা দেশে যাই হোক না কেন লালপুর উপজেলায় আওয়ামী লীগ-জামায়াত ভাই ভাই এর মতো বসবাস করবো । স্ব স্ব দলের কর্মসূচি শান্ত্মিপূর্ণ ভাবে পালন করার পাশাপাশি কোন প্রকার অপ্রীতিকর বা সহিংস ঘটনা ঘটবে না বলে অঙ্গীকার করে দুটি দল ।
এছাড়া রাসত্মা অবরোধ, সরকারী গাছকাটা এবং সহিংস ঘটনা থেকে বিরত থেকে প্রশাসনের অনুমতি স্বাপড়্গে স্ব স্ব দল কর্মসূচি পালন করবে বলে অং্গীকার করে । জামায়াত- আওয়ামী লীগের সমঝোতা বৈঠকের বিষয়টি লালপুর উপজেলায় টক অব দি টাউনে পরিণত হয় ।
বৈঠকে আওয়ামী লীগের পড়্গ থেকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন ঝুলফু , আওয়ামী লীগ নেতা এ্যাডঃ ইমরান হোসেন , তায়েজ আলী এবং জামায়াতের পড়্গ থেকে সূরা সদস্য অধ্যাপক তাসনীম আলমের প্রতিনিধি অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা জামায়াতে আমীর মজিবর রহমান, সেক্রেটারী আবুল কালাম, ছাত্র শিবির সভাপতি হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন । বৈঠকে লালপুর উপজেলা নির্বাহী অফিসার আমিরম্নল ইসলাম, লালপুর থানার ও,সি মতিউর রহমান উপস্থিত ছিলেন ।
উলেস্নখ্য গত ১২ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারী কাদের মোলস্নার ফাসির প্রতিবাদে জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে উপজেলার বিলমাড়িয়া বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীরা জামায়াত কর্মীদের মারপিট করে । এ ঘটনা কেন্দ্র করে জামায়াত কর্মীরা বিলমাড়িয়া চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিন্টু ’র বাসভবন দুইদিন ধরে ঘেরাও করে রাখে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও বাসভবনে ভাঙ্চুর করেন। এ সহিংস ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ জামায়াতের ১০ নেতাকর্মী আহত হয় ।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতারা জামায়াতের নেতাকর্মীদের নিকট দুঃখ প্রকাশ করে । এ ব্যাপারে লালপুর-বাগাতীপাড়া থেকে বেসরকারীভাবে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ জানান, এলাকায় শান্ত্মিশৃংখলা রড়্গার্থে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের ৫ জন করে প্রতিনিধি নিয়ে আমি সমঝোতা বৈঠকের ব্যবস্থা করি কিন্তু আমি বৈঠকে উপস্থিত ছিলাম না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।