কোরবানির ঈদের তিন দিন আগে রোববার ভোর ৪টার দিকে নাটোর-রাজশাহী সড়কের তেবাড়িয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন জানান, হতাহতরা সবাই বাসের আরোহী, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে পাঁচজনকে নাটোর সদর হাসপাতালে এবং গুরুতর অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। আর কোরবানির পশু নিয়ে ট্রাকটি আসছিল রাজশাহী থেকে।তেবাড়িয়া বাইপাসে মুখোমুখী সংঘর্ষ হলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই বাসের সুপারভাইজার কানজুল (৪০) ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ ওই ট্রাক এসে আমাদের বাসের ডান দিক দিয়ে আঘাত করে। যাত্রীরা তখন সবাই ঘুমাচ্ছিল ।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।