নাই নাই নাই!!!
এই মহিলার নাম শর্মিলা চানু। তিনি গত ১১ বছর ধরে অনশন করে আসছেন ভারতের মনিপুরে। স্থানীয় সরকার তাঁকে নাকে নল দিয়ে তরল খাবার দিচ্ছে গত ১১ বছর।
তিনি ২০০০ সালের ৪ ঠা নভেম্বর থেকে এই অনশন শুরু করেন মনিপুর থেকে ‘Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA)’ নামক একটি কালো আইন প্রত্যাহার এর দাবিতে। এই আইন বলে ওখানকার সেনাবাহিনী যে কারো উপর গুলি চালাতে পারে কোন প্রকার জবাবদিহিতা ছাড়া।
চেনেন এনাকে? চেনার কথা না। মিডিয়া পয়সা আর ব্যাবসার গন্ধ না পেলে কিছু প্রচার করে না। তা সে আন্না হাজারে ই হোক কিংবা রাখি সাওয়ান্ত।
আসুন আমরা এই লৌহমানবীর একটু হলেও সম্মান রাখি। সমর্থন করা না করা পরের কথা, অন্তত তাঁর দাবিগুলো সম্পর্কে জানি, তাঁর নামটা অন্তত মানুষকে চেনাই।
পৃথিবীর শক্তিগুলো আজ মিডিয়াকে কিনে রেখেছে। আর মিডিয়া দখল করে আছে আমাদের মন। এর থেকে মুক্তি না পেতে হবে। নাহলে চিরকালই ম্যানিপুলেটেড হয়ে থাকতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।