চারিদিক নিশ্চুপ,নিঝুম,রাতের আকাশ ভরা তারা আমি একা জেগে আছি,মনটা দিশেহারা। একাকী নিঃসঙ্গ,নিজের সাথেই বলি কথা মনের মাঝে রয়ে গেছে কতো না,না বলা কথা। রাতের তারা মিটিমিটি জ্বলে,ঝিঁ ঝিঁ পোকা ডাকে সুরে সুরে, আমার হৃদয় বীণার তারগুলো গেছে ছিঁড়ে,মনটা গেছে পুড়ে, অসহনীয় এ জীবন আমায় খাচ্ছে কুঁড়ে কুঁড়ে। জানি না এভাবে আর কতকাল,কত প্রহর যাবে গুনে গুনে। হঠাৎ আলোর ঝলকানি কি দুরাশা হয়ে থেকে যাবে দূরে, জানি না এ জীবন নৌকা পৌঁছাবে কি না তীরে। হাসনাহেনার গন্ধে ব্যাকুল আজি এ রাতের আঁধার, কিসের নেশায় চিত্ত ব্যাকুল,থেমে গেছে জীবনের পারাপার।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।