আমাদের কথা খুঁজে নিন

   

থেমে আছে সময়

"Why, sometimes I've believed as many as six impossible things before breakfast.” - Alice Kingsleigh (from Alice in wonderland)

নরম চুলের ভাঁজে হাত ডুবিয়ে বসে আছে স্বপ্ন, স্বপ্ন কি ও? ঐযে একটু উঁকি দিচ্ছে কানের ফুল – দুপুরের সূর্যের একটু যেন তার কানের ডগায়। ভীরু চোখে তাকালো এদিকে একবার – আবার বেখেয়ালে ব্যস্ত ন্যপকিন খুঁটতে। রেস্তোরার কলোহল বেয়ে হেঁটে আসে ছেলেটি – একটু ঘেমে ওঠা মুখে ঘোর লাগা দুটি চোখে। মুখোমুখি বসে থেমে যাওয়া দুটি হৃদপিন্ড – দুটি দীর্ঘ ক্ষনের জন্যে। অবাক হয়ে অন্য এক নিজেকে চেনে মেয়েটি - নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন, শরীরের যেন হাজার প্রজাপতীর ঝড়, চোখগুলোতে মেঘের আনাগোনা, এমন করে তাকায় কেন সে? এইগুলো তো কেবল গল্পে হয় – সবে তো দু/চার দিনের চেনা।

মায়ের বলা হাজার নিষেধ ভেঙে কেমন করে তলিয়ে যাচ্ছে সব। হঠাৎ করে চোখ পড়লো অংগুলে – ঝলসে ওঠা একটা হীরের তীর গেঁথে আছে অনামিকায় তার – ঠিক গতকাল রাত ৮টা থেকে। অনেক অনেক অনেক বছর পরেও - কেন জানি এখনো সময় থেমে। সেই চোখ স্বপ্নে তাড়া করে – সেদিন থেকে ঘুম গিয়েছে ছুটি। আজকে থেকে অনেক বছর পরে – কনোদিন হবেকি আর দেখা? ভালো থাকুক ছন্নছাড়া ছেলে – ভুলে থাকুক সেই স্বপ্নগুলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।