থেমে থাকতে নেই তাতে শ্যাওলা জমে যায় কচুরীপানা জমে জমে মজাপুকুর তাই চলতে হয় সব বাধা ভেঙে সকল প্রতিবন্ধকতা জয় করে এতে কিছুটা শক্তির অপচয় কিছুটা অপমান কিংবা আঘাত আসতে পারে যদিও তা সামান্য পাহাড়ী কিশোরী ঝর্ণা চলতে চলতে একদিন নদী হয় শিলাদল কেটে চলতেই থাকে নিরন্তর তবেই মিলন মেলে মোহনায় তারপর সাগর সঙ্গমে গন্তব্যে পৌছে যায় সাগর বুকে বিশাল ঢেউ তুলে আনন্দ উচ্ছ্বাসে জীবনটাও ঠিক তেমনি থেমে থাকতে নেই তবেই তো স্রোতস্বীনি নদী বিশাল জলরাশি সমুদ্র থেমে গেলেই নিশ্চিৎ পরাজয় তাই থেমে থাকা নয়। ---------------------------------------- মুছে ফেল ----------------------------------------- বিষাদ অশ্রুজল মুছে ফেল শিশির শিক্ত জল টলমল প্রণয়দোলায় দোল কষ্টগুলো ভোল ভোল দূরে যেথায আনন্দ কোলাহল চলো সেথা চল বসন্তবাতাস যেথা মৃদু মন্দ বহে এলোমেলো পূর্ণিমার চাঁদ যেথা রূপালী আলো বিকিরণে করে জগৎ আলো প্রবঞ্চণা শঠতা ফেলে পদতল প্রেমকুঞ্জে দৃপ্তপদে কোলাহলে চল সম্মুখ পানে সকল দুঃখ ভুলে বিষাদ অশ্রুজল মুছে চলো শিশিরিশিক্ত জল টলমল প্রণয় দোলায় দোল দোল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।