মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। মানবতাবাদীরা দেখে যান একজন বাংলাদেশীর কথা। আপনাদের প্রশ্নের সব জবাব এখানে আছে। তর্ক না করে সত্যটা মেনে নিন।
এক সৌদি প্রবাসী ভাইয়ের মন্তব্য
সাদ্হান বলেছেন: যে ৮ জন বাংলাদেশীকে মৃতুদন্ড দেওয়া হয় তখন আমি সৌদিতেই ছিলাম আর এও জেনে রাখা দরকার সাথে ৩জন পাকিস্তানীকেও মৃতু্দন্ড দেওয় হয়। এখন প্রশ্ন হতে পারে কেন এই বিদেশীদের মৃতুদন্ড দিতে কৃন্ঠা করে না। লক্ষ্যকরুন তাদের নিজ দেশের অধিবাসীদের অপরাধের হার খুব কম।
ছোটখাট কিছু অপরাধ হয় না তা নয় কিন্তু সেটাকে তারা যেভাবে নিয়ন্ত্রন করে তা অনেকটাই কল্পনাতীত। আমার নিজের দেখা একটি ছোট্ট উদাহরণ ২০০৯ সালের কোন এক সন্ধ্যায় আমি বাকালায় গেলাম পানির বোতল কেনার জন্য।
সন্ধ্যা তখন ৭টা অথবা ৭.৩০ হবে। এক সৌদি নাগরিক অস্ত্রহাতে দেখিয়ে দোকানীর কাছ থেকে চাদা চাচ্ছিল। সেই সময়ই পাশের দোকানী বিষয়টি টের পায় ৯৯৯ ফোন দেয় বিষয় জানিয়ে। বাংলাদেশে এটা বিশ্বাস করতেই কষ্ট হবে ফোন দেওয়ার ৩-৫ মিনিটের ভিতর ২০-২৫টা পুলিশের গাড়ী এসে হাজির হবে আর অপরাধীকে গ্রেফতার করতে পারে। কিন্তু এটাই এখানে বাস্তব।
আর একটি ঘটনা উল্লেখ্য করি এক সৌদি গাড়ী চালক আমাদের পাশের রোডেই অন্য একটি গাড়ী ধাক্কা মেরে চলে আসে। এবং আমাদের ভিলার সামনে এস গাড়ী পার্ক করে বসে আছে। উল্লেখ্য যে সৌদি নিয়ম অনুযায়ী গাড়ী এক্সিডেন্ট হলে যে জায়গায় ঘটনা ঘটবে সেই জায়গাই দুই পক্ষ দাড়িয়ে থেকে পুলিশের জন্য অপেক্ষা করবে। অথ্যাত যে ঘটাবে এবং যার সাথে ঘটবে। এখন ঐ গাড়ী চালক তা না করে নিয়ম ভঙ্গকরে।
ফলাফল পুলিশ এসে তাকে না পেয়ে আমাদের ভিলার সামনে এসে খুজে বের করে নাম্বার প্লেট এর মাধ্যমে। পুলিশ এসে তাকে লক্ষ্য করে বলছে গাড়ী থেকে নামুন। ড্রাইভার বলছে তুমি জান আমি কে। তখন কর্মরত পুলিশ তাকে তার তুবের কলার ধরে গাড়ী থেকে নামিয়ে বলছে ষ্টেশনে চল তখন তোমাকে আচ্ছা করে চিনে নেব। আপনাদের বিশ্বাস করতে কষ্টই হবে কর্মরত পুলিশ একজন ছোট খাট এবং হালকা পাতলা ছোকরা টাইপের যাকে কিনা ১৭-১৮ বছরের যে কোন ছেলে ধাক্কা মেরে ফেলে চলে যেতে পারবে।
(আমি তখন মালাজে ছিলাম)। এই রকম আরো কয়েকটা ঘটনা আছে যা আমার সামনা সামনি ঘটনা। আমি হলফ করে বলতে পারি সৌদির মত রাষ্ট্র আর দ্বিতীয়টি নেই। আর যারা একে বর্বর দেশ বলে অভিহিত করে তারা নিশ্চয় সেই ক্যাটাগরীর লোক যারা নিজের মা - বোনদের কেউ ধর্ষন অথবা হত্যা করে তারই সামনে দিয়ে ধর্ষন অথবা হত্যাকারী ঘোরা ফেরা করলেও আমার মনে হয় সে গর্ববোধ করবে।
এর চাইতে আর বেশী আর কিইবা বলার আছে।
সূত্রঃ লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।