আমাদের কথা খুঁজে নিন

   

আমি অপারগ। ক্ষমা করো মোরে। তবে ফিরবো অচিরেই...

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ (১) আমি দাঁড়িয়ে আছি রেলিং বিহীন ছাদে হাতে ছোট একটা কাগজের টুকরো ওতে কী যেনো লেখা রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। আশাহত আমি মহাকাশের ঠিকানায় মিটি মিটি তারাগুলোও আমার দিকে তাকিয়ে... ওদের তীক্ষ্ণ চক্ষু দিয়ে তবুও আমি নির্বিকার ওরা তাই অবাক, হতাশ ও হতবাক জানি ওরাও একটু পরেই হারিয়ে যাবে সৌর আভায়... বিশ্বস্ত মুখগুলি বার বার কদর্য দেখাচ্ছে অতিথি পাখির মতো ‘বিশ্বাস’ বিদায় নিয়েছে সুদূর উত্তরে সম্পর্কের ধারা গুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছে যেনো কোনো টাইম মেশিনে প্রবেশ করেছি আমি (২) একটু আনন্দ পেতে কিছুটা আনন্দ বিলিয়ে দিতে কয়েকটা হাসিমুখ দেখতে কতোগুলো স্বপ্ন ছড়িয়ে দিতে আকাশ যেথায় সমুদ্রে নেমেছে, আমি বোধ হয় সেই সন্ধিস্থলেই দাঁড়িয়ে আছি। প্রতিদিন শত-শত মন, সহস্র আত্মারা অচেনা, অজানা তবু যেনো খুব চেনা চেনা অতি পরিচিত ভাবানার পাখিরা স্বজন সম কিছু মানব সত্ত্বা তোমরা দূর থেকে জিজ্ঞেস করো. জানতে চাও- কেমন আছি কিন্তু আমি যে বলতে পারছি না! আমার বাকশক্তি কারাগারে বন্ধি আমি করমর্দন করতে পারছিনা আমার হস্তদ্বয় শৃংখলে আবদ্ধ তোমাদের কাছে যেতে পারছিনা আমার পদদ্বয় জিঞ্জিরার আলিঙ্গনে (৩) আমায় ভুল বুঝোনা আমি অহংকারী নই অহমিকায় বিশ্বাসী নই তোমরা রয়েছো আমার হৃদয়ে আমিও আছি তোমাদের মাঝে যাচ্ছিনা তোমাদের ছেড়ে হারিয়েও যাবো না দূরে তবে একটু বিরতী জেনো... ভালো থেকো সবাই শুভ কামনা রইল তোমাদের উৎসগঃ আমাকে বা আমার মতো যারা তাদেরকে  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।