ঠিক করেছিলাম ,
আর কবিতা লিখবনা।
আর কখনো ঘ্রান নেবনা অকারন বাতাসের।
আর কখনো তাকিয়ে দেখবনা কি আসলে অপরূপ সৌন্দর্র্যে ভরা ,
আমার অকারন অগোছাল এ পৃথিবী।
কবিতা আমায় ক্ষমা করেনি
কোন সে অকারন ঋণ ,শুধছি আজও
অন্তমিলের ক্লান্ত বকেয়ায়।
কবিতা আমায় ক্ষমা কর
এ শহরে কাক ও কবির সংখয়্যা
বিপজ্জনক ভাবে বেশি,
কাক শুধু পায় মানুষের অনন্ত ঘৃনা,
কবিরা আজ তাও পায়না।
কবিরা আজ অদৃশয়্য, বয়্যস্ত কর্মচঞ্চল কিছু জীবনের
ইতস্তত চলাচলে।
তাই কবিতা আমায় ক্ষমা কর,
কাব্য দুষনে আর কলুষিত করতে চাইনা এদের
পবিত্র ব্যস্ততাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।