সংস্থার কর্ণধার সুব্রত রায় ও বাকি দুই অধিকর্তার জামিনের জন্য এখনই দশ হাজার কোটি টাকা দিতে পারবে না বলে শীর্ষ আদালতকে জানিয়ে দিয়েছে সাহারা গ্রুপ। এর ফলে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না সুব্রত রায়।
গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে তারা সর্বোচ্চ আড়াই হাজার কোটি টাকা দিতে প্রস্তুত। সুব্রত রায়ের মুক্তির ২১ দিনের মধ্যে ওই আড়াই হাজার কোটি টাকা তারা জমা দিয়ে দেবে।
তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি আদালতের বেঞ্চ।
এমনকী সাহারাকে নতুন প্রস্তাব দায়ের করার জন্য নির্দেশও দেয়নি।
বিনিয়োগকারীদের বিশ হাজার কোটি টাকা ফেরত না দেওয়ার মামলায় সুপ্রিমকোর্টে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শীর্ষ আদালত।
শীর্ষ আদালত আগেই জানিয়েছিল, দশ হাজার কোটি টাকা দিলে তবেই জামিন পাবেন সুব্রত রায়। টাকা ফেরতের জন্য দুই মাস সময় চেয়ে ছিলেন তিনি। টাকা ফেরত দিতে সম্পত্তি বিক্রি করতেও রাজি ছিলেন।
কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট।
গত ২৮ ফেব্রুয়ারি সুব্রত রায়কে গ্রেফতার করা হয়। ৪ মার্চ থেকে তাকে তিহার জেলে রাখা হয়েছে। ২৬ মার্চ অন্তর্বর্তী জামিনের জন্য দশ হাজার কোটি টাকা সেবির কাছে জমা দিতে বলা হয় সাহারা গোষ্ঠীকে।
আদালতের তরফে এ শর্তও রাখা হয় যে জামিনের দশ হাজার কোটি টাকার মধ্যে পাঁচ হাজার কোটি টাকা নগদ দিতে হবে।
বাকি পাঁচ হাজার কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি হিসাবে দেখাতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।