আমাদের কথা খুঁজে নিন

   

আমি অপারগ

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
দিগভ্রান্ত আমি মাঝে মাঝে নিজের বলয়কে ভুল মনে হয় প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে থেকে গেল অনেক ফারাক যার কারনে জীবনের হিসাব মিলানো যায় না কোন সময়েই যার হিসাব মিলে যায় এই ভুবন তাকে পর করে দেয় তৎক্ষনাত আর যে মেলাতে পারে না সে ঘুরপাক খায় শেষ সময় পর্যন্ত জীবনের এই খেলা আমি মিলাতে চাই কিন্তু হিসেবের পর যে শব্দটি আসে তা অপারগ ছাড়া আর কিছু নয় তাই আমি অপারগ। তত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।