ধর্ম প্রতিটি মানুষের কাছে একটি স্পর্শকাতর বিষয় । কেউ কেউ এটিকে বিশ্বাস বলে আগলে ধরে রাখে । কেউ এটির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে ভুল প্রমান করার চেষ্টা করে । আজ আমার এই লেখার উদ্দেশ্য কোনো বিতর্ক সৃষ্টি বা নিজেদের গায়ে কাঁদা ছিটানোর জন্য নয় । তবুও কিছু কিছু প্রশ্ন থেকে যায় , যার উত্তর জানার জন্য কেমন যেন কৌতূহলী হয়ে উঠি । ধর্ম কি সত্যিই শান্তি বয়ে আনে ? তাহলে পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন , ইরাক বা সম্প্রতি নরওয়ের ঘটনা কি এটাই সাক্ষ্য দেয় ? মানুষ যেখানে ধর্মকে বেছে নেয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মেনে নিয়ে, সেখানে শান্তির প্রভাব কতটুকু ? আমাদের মহানবী (সাঃ) এর সময় ধর্ম নিয়ে ১৮ টির মত যুদ্ধ হয়েছে, হিন্দু ধর্মে কুরুক্ষেত্র সহ নানা যুদ্ধের কথা বলা হয়েছে, খ্রিস্টানরা ক্রুসেড নাম করে ধর্ম যুদ্ধ করেছে, ইহুদিরা খ্রিস্টানদের সাথে নানান সময় নানা ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে । ১৯৪৭ সালের পর ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা, বাবরী মসজিদকে কেন্দ্র করে দাঙ্গা, ২০০১ সালে নির্বাচনের পর ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার কিংবা দীর্ঘদিন ধরে চলে আসা নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলিদের অত্যাচার , এগুলো কি শান্তির বার্তা বয়ে আনে ? আমরা কি এই শান্তি চাই? আমরা কি কোনো ধর্মকে শান্তি না মেনে শান্তিকে ধর্ম মানতে পারিনা ? পারলে হয়তো বা আমরা তৃতীয় বিশ্বের একটি পরনির্ভরশীল দেশ হিসাবে থাকতাম না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।