একটি ব্লগে দেখলাম : ধর্মই তো জামাত-শিবিরকে এত এত কাল ধরে টিকিয়ে রেখেছে জামাত সব রগকাটা- হত্যা-নারী নির্যাতন-লুন্ঠনের জন্য ধর্মকে ব্যব হার করে, কথাটা এমনই সত্যি যে স্বল্পতম বিবেক-বুদ্ধি - সততা সম্পন্ণ কেউ তা অস্বীকার করতে পারবে না। কিন্তু সেই ব্লগার, বা এজাতীয় দাবী যারা করেন তাদের প্রতি আমার প্রশ্ন : আপনাদের দাবী কোনটা ? ধর্মকে নিষিদ্ধ করা ? না জামাতকে ? রাষ্ট্র শক্তি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বড় বড় গনহত্যা হয়েছে, রাষ্ট্রের বিলোপ চান না! জামাতের সাথে ধর্মকে মেলালেন, তবে কি আপনি জামাতকে ধারমিক মনে করেন? আপনার কাছে যদি ধর্ম আর জামাত এক হয় তবে তো আপনাকে জামাতের সমপর্যায়ের ধর্ম বিকৃতিকারী বলতে হবে! আর সেন্চুরি মানিকের সেন্চুরী কে হালাল করেছিল ?মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়া? তবে কি আপনিমুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ও বিলোপ চান দেশের শেয়ার বাজারে লাখ লাখ মানুষকে দে্যলিয়া করেছে কে? মুক্তিযুদ্ধের চেতনাধারী লোকেরা ? তবে কি আপনি মুক্তিযুদ্ধের চেতনার ও বিলোপ চান ????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।