আমাদের কথা খুঁজে নিন

   

"ওমেন রাইট আছে সাথে ওমেন দমননীতিও আছে। ওমেনের প্রতি ভুল দৃষ্টিভঙ্গি ধর্মই সৃষ্টি করে রাখছে।"

আমি একজন ........

আপনি বলেছেন : "মুসলিম স্কলারের কথা বলছেন জাকির নাইক সাহেবকি বলতে পারবেন কবে তারা এই সব কুসংস্কার চেঞ্জ করবেন। ওমেন রাইট আছে সাথে ওমেন দমননীতিও আছে। ওমেনের প্রতি ভুল দৃষ্টিভঙ্গি ধর্মই সৃষ্টি করে রাখছে। " উত্তর ঃ ইসলাম ধর্মে কোন কুসংস্কার নেই। যা আছে তা হল ভ্রান্ত ধারনা।

আপনি নিজেই কুসংস্কারে ডুবে আছেন। আগে সম্পুর্ন কোরান পরেন, সব হাদিসের বই পড়েন। তারপর মন্তব্য করেন। সকল ধর্ম সম্পর্কে পুরুপুরি না জেনে এরুপ কথা বলা ঠিক না। আমি বাইবেল এবং কোরান পরে দেখলাম বাইবেলে অনেক যায়গাতেই মেয়েদের সম্পর্কে খুবই অপমান জনক কথা বলা হয়েছে।

কিন্তু কোরানের কোথাও মেয়েদের অপমান করা হয়নি। আপনি আমাকে কোরানের একটা আয়াতও দেখাতে পারবেন না যেখানে মেয়েদের নিগৃহীত করা হয়েছে। আপনি বলেছেন, * রাসূল সা: বলেছেন - আমাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়েছে। আমি দেখলাম জান্নাতে অধিকাংশ দরিদ্র আর জাহান্নামে অধিকাংশ নারী। (আল হাদীস) এর উত্তর খুবই সোজা।

কমনসেন্স এর বেপার। পৃথিবীর সৃষ্টির সুরু থেকেই নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশী ছিল এবং এখনো আছে। সুতরাং স্বাভাবিক ভাবেই জাহান্নামে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় বেশি হবে। আর আপনার বাকী হাদিসগুলো সবই Fake. ফেইক না হলে রেফেরেন্স দিন। তাহলে বুঝব আপনিও ফেইক না।

আর আপনি শুধু ইসলাম এর কথা তুল্লেন কেন?? অন্য ধর্মের রেফারেন্স তো দিলেন না?? যা আপনার মুর্খতাই প্রমান করেন। আপনি বলেছেনঃ "আমি ফেইক হাদীসের খপ্পরে পড়ি নাই। হাদীস গুলো সবই সহীহ হাদীস থেকে নেয়া হয়েছে। কয়েকটার হাদীসগ্রন্থের নামসহ নাম্বার দেওয়া হয়েছে। " আপনার লেখা.।

.। লিংক উত্তরঃ মিথ্যা কথা বলেন কেন?? আপনিতো কোন হাদিসেরই রেফারেন্স দেন নি। নিজের লেখা নিজে ভাল করে পরুন। অনেক বড় বড় অমুসলিম স্কলার ইসলাম কে বলেছেন বেষ্ট এবং পারফেক্ট ধর্ম। আর কোরান কে বলেছেন "Best Book on Art of Living" আপনার আমার মত কচি খোকা খুকিদের কথায় আল্লাহ বা ইসলাম এর কিছু আসে যায় না।

কোরানে আল্লাহ প্রমিজ করেছেন যে, ইসলামকে সব ধর্মের উপর শ্রেষ্টত্ব দান করবেন এবং কোরান কে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন। আজ পর্যন্ত কোরান অক্ষত আছে এবং আজ পর্যন্ত কোন নাস্তিক বা অমুসলিম কোন মুসলিম স্কলারের সাথে বিতর্ক করে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা। বরং ইসলাম সম্পর্কে যত বেশি ভ্রান্তি ছরানো হচ্ছে ইসলাম ততো বেশি প্রসার লাভ করছে। জাকির নায়েক সাহেব পৃথিবীর সব মানুষকে Challenge দিচ্ছেন, কোরানের কোন ভুল ধরিয়ে দিতে। ইসলাম এর এমন কোন অংশ বা শিক্ষা যা মানবাধিকারের বিরুদ্ধে যায় তা উপস্থাপন করতে।

কেন পৃথিবী কোন অমুস্লিম বা নাস্তিক স্কলার তার সাথে বিতর্কে যেতে চায় না?? কিসের ভয় তাদের?? তারা কেন এত সুন্দর সুযোগ নিচ্ছে না?? তারা তা পারবে না। তারা পারবে সুধু আপনার মত পেছন থেকে ইসলাম কে খোচা দিতে। আপনিতো আবার ইংরেজিতে দুর্বল তাই হয়তো জাকির নাইক এর ইংরেজি লেকচার বুঝবেন না। তাই আপনাকে অনুরুধ করছি জাকির নাইক এর বাংলা ডাবিংকৃত লেচকচার গুলু শুনুন। বাংলাদেশের অনেক সিডি ডিভিডির দোকানেই আপনি এসব পাবেন।

আজ পৃথিবীতে যে ধর্মটি সবচেয়ে বেশি প্রসার লাভ করছে তা ইসালাম। ইউরোপ এবং আমেরিকাতে যে ধর্মটি সবচেয়ে বেশি প্রসার পাচ্ছে তা ইসলাম। ঐখানের মানুষেরাতো আর কুসংস্কারে বিশ্বাস করে না । ঐসব দেশে শিক্ষিত ব্যাক্তির সংখ্যা প্রায় ১০০%। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, তারা জ্ঞান বিজ্ঞানে এত উন্নত হওয়া সত্তেও কেন ইসলাম ধর্ম গ্রহন করছে।

আর আপনি কি জানেন ইউরোপ এবং আমেরিকাতে যারা ইসলাম গ্রহন করছে তাদের দুই তৃতীয়াংশ হল নারী। আমার প্রশ্ন আপনার কাছে, ইসলাম যদি নারীদের নিগৃহিত করে থাকে তবে কেন এত সংখ্যক ইউরোপীয়ান ও আমেরিকান নারী ইসলাম গ্রহন করছে??? তারা তো আর কচি খোকা খুকু নয় যে না বুঝে ইসলাম ধর্ম গ্রহন করবে?? নাকি তাদেরকে খোলা তরবারির ভয় দেখিয়ে ইসলাম গ্রহনে বাধ্য করা হচ্ছে?? Muslim Population in Europe.. Link Link 2 এতক্ষন যা বললাম তা পরে আপনার মনে কোন পরিবর্ত্ন হবে বলে আমার মনে হয় না। আপনি যদি চান পশ্চিমাদের মত তথাকথিত নারী অধিকারের নামে বিকিনি পরে সমুদ্রের ধারে নেচে বেড়াতে আপনি তা করতে পারেন। আপনাকে ইসলাম কোন বাধা দিবে না। বরং তখন আপনার পাশে অন্তর্বাস পড়া ছেলেরও অভাব হবে না।

হাসরের ময়দানে এসব ছেলে এবং মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। কোন পথে আপনি যাবেন তা বাছাই করার সম্পূর্ন স্বাধীনতা ইসলাম আপনাকে দিয়েছেন। পছন্দ আপনার। "আল্লাহ আপনাকে সঠিক পথ বাছাই করার তৌফিক দিক" আপনার জন্য এই দোয়া রইল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.