মানুষ মানুষের জন্য।
ভাগ্যাহত এ জাতির দূর্ভাগ্য কাটাতে হলে ইউরোপের আদলে আর একটা রেনেসাঁর মত মুক্ত চিন্তা ও প্রগতির বিপ্লব ঘটাতে হবে সমগ্র জাতির চেতনায় সর্বপ্রথম । যে বিপ্লব আমাদেরকে শেখাবে সকল অন্ধবিশ্বাস, কুসংস্কার ও পিছুটানকে উপেক্ষা করে শুধু সম্মুখ পানে এগিয়ে যেতে । সে জন্য দরকার হলে বাস্তবতা বিবর্জিত সর্বনাশা মায়াচ্ছন্ন কাল্পনিক বেহেস্তের মোহ এবং সকল ধর্মীয় পিছুটানকে জাতির মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে চিরতরে । সাথে সাথে সমগ্র জাতিকে গড়ে তুলতে হবে দুনিয়ার সর্বোচ্চ উপার্জনক্ষম করে ।
তার জন্য প্রয়োজন বোধে আমাদের সবটুকু প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ যা আছে তা বিক্রি করে দিয়ে সে টাকায় গড়ে তুলতে হবে কয়েক শত আন্তর্জাতিক মানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তাতে আমদানী করতে হবে দুনিয়ার বাছাই করা সর্বশ্রষ্ঠ শিক্ষকগণকে । আর এর মাধ্যমে আমাদের জনগণকে যত শীঘ্র সম্ভব রূপান্তরিত করতে হবে জনসম্পদে । অতপর তাদেরকে ছড়িয়ে দিতে হবে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তের কর্মবাজারে । আর যা করার তা করবে তাঁদের পাঠানো বিলিয়ন ডলারের রেমিট্যান্স । আর আমরা যত শিঘ্র তা করতে পারব তত শিঘ্রই এ জাতি তার ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, দূর্বলের প্রতি সবলের অত্যাচার নির্যাতন ও তা থেকে সৃষ্ট সন্ত্রাসের মত অসহ্য অভিষাপ থেকে নিশ্চয়ই মুক্ত হতে পারবে ।
আর সেদিনই এ জাতির ভাগ্যাকাশে সত্যিই ঝলমল করে উঠবে সৌভাগ্যের সোনালী সূর্য, প্রবাহিত হবে বুকভরা নিঃশ্বাস নেবার মত পরম শান্তির সুবাতাস । আর আমি সেই সুদিনের প্রত্যাশায় রইলাম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।