তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
(১)
স্বপ্নগুলো বিস্তৃত হতে চায়
তাদের স্থান করে দেবার জন্য প্রয়োজন বিস্তীর্ণ ভূমির
অথচ এই দুর্মূল্যের বাজারে
নুন আনতেই পান্তা ফুরায় কবির,
জমি পাবেন কোথায়?
ভেবেচিন্তে, ঝামেলা এড়াতে পুতুল হলেন কবি
পুতুলের কোন ভাবনা নাই।
(২)
যখন কবিতা লেখতাম
তখন মানুষ ছিলাম
যখন কবিতা লেখতাম
তখন প্রেমিক ছিলাম।
এখন আমি মানুষ কিংবা প্রেমিক অথবা কবি
কোনটাই নই
অবস্থান বিবেচনায়, সময়ের সাথে সন্ধি করে
বর্তমানের আমি শতভাগ নিরেট পুতুল।
পুতুলেরা আপাদমস্তক নির্ঝঞ্ঝাট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।