আমাদের কথা খুঁজে নিন

   

পুতুল

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

নিজের গড়া পুতুল তোমার এক কথাতেই নাচে, তোমার নিশান পাইলে পুতুল জন্মে কিবা বাঁচে। তোমার কথায় সেই পুতুলের তেলেসমাতি খেল, বেশ পণ্য হাজির করে জলের মাঝে তেল। আবার যখন পঙ্গু তুমি হাত চলে না মোটে, সেই পুতুলের কপাল জুড়ে লাত্থিগুতাই জোটে। পুতুল নাকি তোমার কথায় বেশ নাচে নি বেশ, তোমার গড়া পুতুল তোমার সব করেছে শেষ। তাইতো এখন ওই পুতুলের নাচ লাগেনা ভালো, তোমার পুতুল ফেরেশতা আজ মন্দ বেজায় কালো। খবর: শপথভঙ্গের দায়ে রাষ্ট্রপতিকে দুষে বিএনপির ওয়াকআউট, দৈনিক সমকাল, ২৬ জানুয়ারি ২০০৯।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।