আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ দিলেই চাকরী হবে ইনশাল্লাহ

চাকরীর জন্য এক বস্তা application জমা দিয়ে যখন একটা interview এর Call Up Letter হাতে আসে তখন থেকেই শুরু হয় Interview প্রস্তুতি। কি কালারের শার্টটা পরবো, কোন প্যান্টসটা ম্যাচ হবে, কোন শু, কেমন প্রশ্ন আসতে পারে, Interview Board এর Employer রা কেমন হবে …… সব মিলিয়ে আপনি এক্কেবারে nervousness এর চূড়ায়। ছোট ভাই – বড় ভাই কাউকেই বাদ দিচ্ছেন না সাজেশনের জন্য। সবাই একই কথা বলছে “Nervousness” টা কমাতে হবে। কারন তারা অতটুকুই জানেন।

কিন্তু কিভাবে “Nervousness” কমাতে হবে তা কার জানা নেই। তারপর কোন ভাবে অনেক চেষ্টার পর কারও পরামর্শে একটু confidence পেলেন। গেলেন Interview Board এ। সামনে বসে আছেন ৩-৪ জন উচ্চপদস্ত কর্মকর্তা যারা আপনার Interview নিবেন। তাদের দেখেই আপনি গেলেন ঘাবড়ে।

তারপর আর কি? যা হওয়ার তাইই হল। ইন্টারভিউ শেষে চির চেনা সেই উত্তর “আপনি আসুন, আমরা আপনাকে জানাব”। সেই জানানটা আর কোন দিন হবে কিনা তা আপনারও যেমন জানা নেই Employer দেরও আছে কিনা সেটাও প্রশ্ন। তখনি মনে হয় “ধুর বাংলাদেশে মামু খালু না থাকলে আবার চাকরী হইনাকি? মেধার কোন দাম নাই… ” সত্যিই তাই। মামু খালু না থাকলে বাংলাদেশে চাকরী হয়না।

তবে আমার ভাষায় “My presentation is my only Mamu – Khalu who will let the employers know that who I am. The employer of the interview board will treat you based on how you will present yourself.” আজকে আমি আপনাদের কিছু Interview টিপস দিয়ে দিচ্ছি। কাজে লাগিয়ে দেখবেন লাভ হয় কিনা। প্রথমেই আসি পোশাকের কথায়। কারন রুচিসম্মত পোশাক না পরা Confident হারানোর একটা অন্যতম কারন। পোশাকঃ • কখনই Informal পোশাকে Interview Board এ ঢুকবেন না।

যদি ঢুকে থাকেন তাহলে আগে থেকেই নিশ্চিত হয়ে যান যে চাকরীটা আপনার হচ্ছে না। কি পরবেন?  শার্টঃ অবশ্যই মার্জিত, পরিষ্কার এবং স্টার্ন্ডারড কালারের একটি শার্ট। তবে শার্টটি ফুল হাতা হলে ভাল হয়। আর যদি ফুল হাতা শার্ট পরেন তাহলে কখনই হাতা ভাজ করে রাখবেন না। তার মানে হাতের বোতাম লাগিয়ে রাখুন।

মেয়েদের বেলায় ত্রী-পিচ পরাটা সবচেয়ে ভাল। আপনার সংগে মানানসই হলে শাড়িও পরতে পারেন। মানানসই মানে আমি বুঝাচ্ছি আপনি যদি শাড়ি পরার মত বয়সে এখন না পৌছান তা হলে অল্প বয়সে বার্ধক্য দেখিয়ে তার পরিনাম ভাল হবে বলে মনে হয় না; তাই না?  প্যান্টসঃ কালো রঙের এক কালারের পান্টস সবসময়ই Formal. তাই চেষ্টা করবেন শার্টের সাথে মিল রেখে একটি এক কালারের কালো রঙের Formal প্যান্টস পরতে। প্যান্টেস এর বেল্টটাও কালো হলে ভাল হয়। এবং কোন রকম জিগ জ্যাগ বক্লেস ব্যবহার না করে সাধারন এবং স্টার্ন্ডার্ড একটা বক্লেস পছন্দ করাটাই ভাল।

 জুতাঃ ছেলেদের জন্য আমি সবসময় সিম্পল কালো রঙের শু সাজেস্ট করি। কারন কালো রঙের প্যান্টস এর সাথে কালো রঙের শু ভাল যায় আর মেয়েদের জন্য আবশ্যই সেমি হিল অথবা ফ্লাট জুতা। তারমানে Interview Board এ কখনই হাই হিল পরে যাওয়া উচিত নই। পোশাকের ব্যাপারটাতো গেল। এবার আসুন আসল কথায়।

আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ আছে “ফরজের নামে খোজ নাই, সুন্নত নিয়ে কাড়া কাড়ি”. হা হা হা ... আসলে এতক্ষন যা বললাম সব ছিল আপনার সুন্নত। এখন বলছি আপনার ফরজ করনিয়। • অনেকক্ষন বসে আছেন, ডাক পাচ্ছেন না। বিরক্তিতে চুল ছিড়তে ইচ্ছে করছে। খবরদার !!! ভুল করেও চুলে হাত দিয়েন না।

চুল যেমন আছে তেমনই থাক। তারমানে শান্ত ভাবে বসে থাকুন। দেওয়ালেরও কান আছে। এখন প্রায় প্রত্যেকটা অফিসেই CC Cam ইন্সটল করা থাকে। আপনার এমপ্লয়াররা ভেতরে বসে যে আপনাকে দেখছেন না তার গ্যারান্টি আছে কি? So, be patient … • ভেতর থেকে ডাক পেলেন, ঢুকলেন ভেতরে।

ঢোকার পর মনে করে দরজাটা যেমন দেখেছিলেন তেমনটাই রাখুন। • এইবার ভদ্রতার সাথে বসুন। আপনি বসার সঙ্গে সঙ্গেই শুরু হবে আপনার ইন্টারভিউ। কোন ভয় নেই। মনে মনে একবার চিন্তা করুন যে “সামনে যারা বসে আছেন তারা কেউ কিচ্ছু জানে না, আমিই সব জানি” • এইবার প্রশ্নের বেলা।

Q: What’s up? How are you doing? A: Not bad, little tensed. (With a smart smile) (এই উত্তরের মাধ্যমে আপনি বুঝালেন যে আপনি জবটার ব্যাপারে আসলেই সিরিয়াস) Q: Tell us something about you. Note: They are not asking for your living life background. They actually want to know that what your professional experience and summary of your educational background is and if there is any achievement as well. So, tell about your working experience first if any. Then tell them your achievements on your professional grounds. In a word let them know how much you are capable and how much do you deserve the job. Never say like “I am S.M Tanvir Alam. My father is MD Alauddin Sheikh. I have studied both of my SSC and HSC from Narayanganj. Now I am doing BBA in Southeast University …… bla bla bla …” এতে করে তারা খুব সহজেই বুঝে নেবে যে আপনার চাকরীর কোন যোগ্যতা নেই। তাই উত্তর গুলো এইভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারেনঃ “Thanks. Actually currently I am working in a Call Center. I have been working there for last 1.5 years. Even I have been awarded for becoming the best agent in the whole company. I am very thankful to the company. Before working there I worked in two more companies. And about my educational background, though my result is not very good but I was the quick learner in my school and college. My teachers were very pleased on me …” দেখলেনতো নিজেকে কত সহজে মার্কেটিং করলাম? Q: Why we should hire you? A: I found myself bored with the work and looking for more challenges. I am an excellent employee and I didn't want my unhappiness to have any impact on the job I was doing for my employer. Q: How much would you like to take as salary? Note: No need to say low amount. Because sometimes your expectation explains on your quality. এইতো ... আর কি?আশা করি টিপস গুলো আপনাদের ভালোই কাজে লাগবে। তবে একটা শর্ত আছে। এই টিপস কাজে লাগিয়ে যদি আল্লাহর রহমতে কার চাকরী হয়েই যায় তাহলে কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতেই হবে। I will be waiting. একটা অনুরোধ, দয়া করে ঘুষ দিয়ে কেউ সরকারি চাকরীর জন্য চেষ্টা করবেন না।

আমাদের দেশে অনেক বেসরকারি ফার্মে এখন অনেক ভেকেন্সি আছে। একবার আত্মবিশ্বাসের সাথে চেষ্টা করেই দেখেন। ইনশাল্লাহ হয়ে যাবে। ঘুষ লাগবেনা। Wishing you the best. এস এম তানভীর আলম তান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।