গভীর কিছু শেখার আছে ....
আরটিভিতে আজ রাত ১১-৪৫ মিনিটে প্রচারিত হবে টিনএজারদের জন্য নির্মিত লাইভ শো "জেগে আছো কি?" অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সায়েম সালেক। গতকাল কথা হলো সায়েমের সঙ্গে-
'জেগে আছো কি' অনুষ্ঠানটি সম্পর্কে বলুন।
'জেগে আছো কি' অনুষ্ঠানটির টার্গেট গ্রুপ মূলত টিনএজাররা। অনুষ্ঠানে একজন করে সেলিব্রেটি উপস্থিত থাকেন। দর্শক-ভক্তরা তার সঙ্গে সরাসরি টেলিফোনে আলাপ ছাড়াও ই-মেইল ও এসএমএসের মাধ্যমে কন্ট্রাক্ট করে থাকে।
অনুষ্ঠানে আমার সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে আছে নওশীন।
'জেগে আছো কি' অনুষ্ঠানটির রেসপন্স কেমন পাচ্ছেন?
'জেগে আছো কি' অনুষ্ঠানটির এ পর্যন্ত ৯৩/৯৪টি পর্ব প্রচারিত হয়েছে। একটানা প্রায় শত পর্ব পর্যন্ত দর্শক ধরে রাখা যে কোন অনুষ্ঠানের জন্যই চ্যালেঞ্জিং। আমরা মনে হয় সেই চ্যালেঞ্জকে জয় করতে পেরেছি।
উপস্থাপনার পাশাপাশি আর কি করছেন?
উপস্থাপনার পাশাপাশি রেডিও ফুর্তিতে আরজে হিসেবে কাজ করছি।
সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যনত্ম সিলেট কলিংয়ের আরজে হিসেবে কাজ করছি। এছাড়া নাটকেও মাঝে মধ্যেই অভিনয় করছি।
সম্প্রতি কোন নাটকে অভিনয় করেছেন কি?
হ্যাঁ। সম্প্রতি অভিনয় করলাম শাহনেওয়াজ শানুর পরিচালনায় 'মিথ্যুক' নাটকে। এতে আমার সঙ্গে নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার সোহান ও মিথিলা।
আজ শনিবার আপনার জন্মদিন। কি করবেন?
তেমন কিছুই করব না। সারাদিন বাসাতেই থাকব। রাতে আরটিভিতে যাব 'জেগে আছো কি' অনুষ্ঠানের উপস্থাপনা করতে।
ভবিষ্যত ইচ্ছে কি?
আমি এখনও উপস্থাপনা শিখছি।
উপস্থাপনা করার পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করার ইচ্ছে রয়েছে।
দৈনিক জনকন্ঠে প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।