গভীর কিছু শেখার আছে ....
কি করছেন?
হুমায়ুন আহমেদ স্যারের ঈদের নাটকের কাজ করছি। নাটকের নাম 'আমরা জেগে আছি'। নাটকটি এনটিভিতে ঈদে প্রচারিত হবে।
আজ বুধবার এটিএন বাংলায় প্রচারিতব্য "রঙধনু" নাটকে আপনার চরিত্রটি কি?
রঙধনু নাটকটি বেশ আগে করেছিলাম। আমার খুবই পছন্দের নাটক এটি।
হুমায়ূন আহমেদ স্যারের স্ক্রিপ্টে নাটকটি পরিচালনা করেছিলেন আবুল হায়াত। নাটকটি করে খুবই তৃপ্তি পেয়েছিলাম। নাটকে আমি গ্রামের ভ্যানচালকের ভূমিকায় অভিনয় করেছি। আবুল হায়াত গ্রামে আসেন নিরৰরদের নিয়ে স্টাডি করতে। ঘরসংসার না থাকায় আমি তার সঙ্গে সঙ্গেই সব সময় থাকি।
গান গাইবার অভ্যাস থাকে আমার। এক সময় ভ্যান চালানোও ছেড়ে দিই। কিন্তু আবুল হায়াত যখন গ্রাম থেকে চলে যেতে চান, তখন আমি তাকে বলি যে আমার এখন কি হবে। সে সময় আমাকে তিনি তাঁর সঙ্গে করে নিয়ে যান।
বর্তমানে কি কি ধারাবাহিক চলছে?
বর্তমানে চলছে এনটিভিতে সবুজ নৰত্র ও এটিএন বাংলায় দুটি ধারাবাহিক নাটক।
এছাড়া সামনের মাস থেকে এটিএন বাংলায় নতুন একটি ধারাবাহিক নাটক শুরু হবে।
ঈদের কাজ কি কি করেছেন?
নাটক তো বেশ কয়েকটা করেছি। কিন্তু সেগুলোর নাম তো খেয়াল নেই। তবে পরিচালকদের নাম মনে আছে। তারা হলেন ফেরদৌস হাসান রানা (৩টি নাটক), সুমন আনোয়ার, সৈয়দ জামিম, সৈয়দ তারেক, মীর সাব্বির ও দীপংকর দীপন।
ঈদের ইত্যাদিতে পারফর্ম করছেন?
না। এবারের ঈদের ইত্যাদিতে পারফর্ম করছি না। সিডিউলজনিত কারণে করা হয়ে ওঠেনি।
ঈদ কোথায় করছেন?
ঈদে ঢাকাতেই আছি। বউ, ছেলে-মেয়ের সঙ্গে বাসাতেই ঈদ করব।
কোরবানির ঈদেই কেবল গ্রামে যাই।
দৈনিক জনকন্ঠে প্রকাশিত
ইন্টারভিউ নিয়েছি সোমবার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।