পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।
মোবাইলের অ্যালমের শব্দে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম । ৮টায় উঠার কথা ৯ টায় উঠলাম ।
এক লাফে বাথরুমে গেলাম । ব্রাশ শেভ একসাথে !দাড়িতে ব্লেড চালাতেই গ্যাচ।
দরদর করে রক্ত পড়ছে ।
কোন মতে শেভ আর গোসল দিয়ে সোজা নাস্তার টেবিলে । সময় তখন ৯:৩৭ ।
১০:৩০ এ আমার চাকুরীর ইন্টাভিউ ।
কোন মতে প্যান্ট আর জুতা পড়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হলাম।
একহাতে টাই আর অন্য হাতে কাগজপত্র ।
কোন রকমে বাসে চেপে পৌছলাম অফিসে । সময় তথন ১০:৪৫ !
ভাগ্য ভালো আমার ডাক তখন ও আসে নি ।
ভাইবার জন্য যা যা পড়ে আসছিলাম তা মনে করতে চেষ্টা করছি । হায় হায় কিছুই মনে নেই ।
পানি এসিড না ক্ষার এটাও মনে করতে পারছি না । আমি যখন উত্তরটা আকাশ পাতাল ভাবছি ঠিক তখনই রিসিপশনিস্ট তার রিনরিনে গলায় ডাকল Mr.Shafiqul Islam Go For Interview.
ভিতরে ঢুকেই ভীত হলাম ১টা না ২টা না ৫,৫টা রয়েল বেঙ্গল টাইগার বসে আছে ।
আমি আমার কাগজ পত্র সাবমিট করার পর বললেন লিখিত তো ভালো দিয়েছেন ।
আমি একটু নড়েচড়ে বসলাম
প্রশ্ন শুরু করলেন কর্তারা
১ম টাইগার : মূল কার্বন থেকে একটা কার্বন উপাদে কম থাকে কোন বিক্রিয়ায় ?
(আমাকে উত্তরের সুযোগ না দিয়ে)
২য় টাইগার : আপনার নাম ?
আমি: হফম্যান ডিগ্রেডেশন । (আমি রাসায়নিক বিক্রিয়াটার নাম বলেছি)
২য় টাইগার :আপনার নাম হফম্যান ডিগ্রেডেশন
হা হা হা হা
ভাইভা বোর্ডে সবাই একত্রে হেসে উঠলেন ।
(আমি কিন্তু সিরিয়াল মত ১ম প্রশ্নের উত্তর দিয়েছি । )
আমি কাচুমাচু হলাম
১ম টাইগার : রবীন্দ্রনাথের ছোট মেয়ের কতজন ছেলে মেয়ে ছিল ?
আমি: নিশ্চুপ ! (জীবনে প্রথম শুনেছি এই প্রশ্ন)
৫ম টাইগার : Queen Merry-2 জাহাজের প্রথম ক্যাপটিন এর নাম কি ?
আমি: নিশ্চুপ ! (জীবনে প্রথম শুনেছি এই প্রশ্ন)
৩য় টাইগার :টলষ্টয় কত বছরের একটি মেয়েকে ধর্ষন করেছিল ?
আমি: নিশ্চুপ ! (জীবনে প্রথম শুনেছি এমন প্রশ্ন)
*পরে জানতে পরেছিলাম ১৩ বছররে ।
২য় টাইগার : মনে করুন আমার কোম্পানি একটা পোডাক্ট বাজারে ছাড়বে,দাম ও ফিক্সড করা শেষ। সেই মুহূর্তে অন্য একটা কোম্পানী একই পেডাক্ট বাজারে ছাড়ল কম প্রাইজ এ ।
তখন কি করবেন ?
আমি: নিশ্চুপ !(আমি তো জীবনে চাকুরী করি নাই ।
এই অবস্থা সামাল দিমু কেমনে । ফ্রেশ ক্যান্ডিডেট ওরা চাইছে তাই আমি অ্যাপলাই করছি)
৪র্থ টাইগার :আমাদের ক্যামিকেলস কোম্পানির মোট পোডাক্ট সংখ্যা কতটি?
আমি: নিশ্চুপ !(আমি তো আপনাদের র্কচারী না, জানব কেমতে)
৩য় টাইগার : Ok Mr.Shafiqul Islam we will notify you later
আপনি আসুন
আগত্য আমি বুঝতে পারলাম আমার চাকুরী এখানে হবে না । এখানে আমার চাকরি হলে আমার কাজ হতো Chemical Labroratory তে । কিন্তু একটি প্রশ্ন ছাড়া ওরা আমাকে কোন প্রশ্নই করেনি আমার কাজ Releted
যেতে যেতে নিজেকে জিঞ্জাস করলাম। ভাইভা বোর্ডে উনারা কি দেখেন যে প্রার্থী কতটুকু জানে ।
না,আমার তো মনে হয় ওরা দেখে আমরা কতটুকু জানি না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।