সামওয়ান উইল উইন দ্য রেস মহামান্য ব্লগার আরিফ জেবতিকের সাথে ব্যক্তিগত কোন সাংঘর্ষিক সম্পর্ক নেই। তাই এই লেখাটিকে কোনভাবেই ব্যক্তি আক্রমনের কোন ধারায় ফেলা যাবেনা।
গতবারের ডয়েশে ভেলে সেরা ব্লগ নির্বাচনে জোচ্চুরী, কারচুপির ঘটনা সর্বজনবিদিত। সেই কারচুপি পুরো ব্লগিস্ফিয়ারে কাপুনী ধরিয়েছিল তা সবাই জানে, এবং ঘটনার সত্যতা নিয়েও কারো মনে সন্দেহ নেই। কিন্তু আজ হঠাৎ লক্ষ করলাম জেবতিক সাহেব আড়ালে আবডালে সাবরিনার সেরা ব্লগার হিসেবে প্রথম না হওয়ার ঘটনায় প্রকারন্তরে কাউকে কাউকে দুষে থুতু নিক্ষেপে কার্পণ্য করলেন না।
সাবরিনার মনোনয়ন নিয়ে বাংলা ব্লগের কারো মনে কোন সংশয় বা দ্বিধা ছিলনা। সবাই মনে প্রানে চেয়েছে সাবরিনা জিতুক। মহামান্য জেবতিক বলেছেন ঐদিন সাবরিনা জয়লাভ করলে তিউনিশিয়ান গার্লের জায়গায় হয়ত সাবরিনা নোবেল জয়ের জন্য মনোনীত হত!! একদম বালকসুলভ কথা হয়ে গেল।
ঐ পোস্টে একটি মন্তব্যে কেমিকেল আলী ভাই বলেছেন-
ব্লগার কৌশিক ওরফে টাকলু, আইরিনা সুলতানা ওরফে লাবনী, লোকালটক, একরোমুজ্জামান শামীম ওরফে ছিইল্যা শামীম, জানা ওরফে আরিলের বউ , রাগ ইমন ওরফে (থাক হের নাম কমু না) এই অপকর্মের মূল হোতা।
অনেকের কাছেই এই মন্তব্য ব্যক্তি আক্রমন মনে হতে পারে কিন্তু তাই বলে তো আর সত্যি থেমে থাকে না।
যেসব ব্লগার এই তথ্যটা জানে না তাদেরকে জানানোর জন্যই এই মন্তব্য।
অর্থাৎ সাবরিনার ডয়েশে ভেলে সেরা ব্লগার নির্বাচিত না হওয়া এবং তার ফলে নোবেল মনোনয়ন না পাওয়ার মুল হোতাদের চিহ্নিত করা গেল!! হায় চিন্তার সংকীর্নতা।
সাবরিনার বাংলা ব্লগে অবদান ও মানবিক কাজে সংশ্লিষ্টতা একদিন সাবরিনাকে নোবেল পুরুষ্কার এনে দিক এই কামনা করি। কিন্তু তার জন্য তাকে ডয়েশে ভেলের কারচুপী প্রতিযোগিতা জিততে হবে এমন কোন শর্তের দরকার আছে বলে মনে করিনা।
সংযুক্তিঃ
আরিফ জেবতিকের পোস্ট।
ডয়চে ভেলে ব্লগ প্রতিযোগিতায় ভোট কেলেঙ্কারি : ব্লগারদের নির্বাচিত ৫০ মন্তব্য
ব্লগ প্রতিযোগিতা : ভোট নিয়ে অবিশ্বাস্য জালিয়াতি, বিশ্বাসযোগ্য তদন্ত চাই (আপডেটেড)) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।