আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরে অথবা আমার জগতে....

দেখা যাক সময় আমাকে সময় দেয় কি না..... আচ্ছা,যদি শুকতারার করুন চাহনী দেখে জানতে ইচ্ছে করে তুমি কেমন আছ? কত দিনই তো তোমায় ভাবা হয় না।আমার পৃথিবীতে আলো আবছায়ার খেলা চলে,পাখি ডাকে,বাতাস বয়,কিন্তু তোমাকে ভাবা হয় না।আমার বিস্তর বেলাভুমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুজেছি, সাদা বালির মসৃ্ন শুভ্র রূপ আমাকে হাহাকারে ডুবিয়েছে,অনেকটা দিনে নিয়মের পরিক্রমায় মিলিয়ে গেছে তোমার শেষ পদচিহ্ন।তোমাকে নিয়ে অনেক ভেবেছি,একটা সময় নিজেকেও ভুল বুঝিয়েছি।শরীরের প্রত্যেকটি আগমনি ইন্দ্রিয় জোর করে বন্ধ করে বিশ্বাস করেছি "তুমি কারো নও,শুধু আমার"।"মিথ্যা"ই যেখানে ছিল আমার অহংকার।কিন্তু আমার আগ্রহের,ইচ্ছার এবং সকল চেষ্টার ফলাফল কে অস্বীকার করে সত্য আজ দেখা দিলই,.............................."তুমি সবার,শুধু আমারই নও"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।