""সারা শহর ঘুরে মনে হল যেন ভারতের মধ্যে বসবাস করছি। সরকারের দূর্গাপূজার উন্মাদনায় বেশ অভিভুত হয়ে গেলাম। ঈদের সময়ও দেখা যায় নি সেই উন্মাদনা। ওই সকল মূর্তিগুলোকে পাহারা দিবে মুসলিম পুলিশেরাই । হায়রে মুসলমান ...।
"
উপরের লেখাটা আমার এক পরিচিত ছেলের ফেসবুক স্ট্যাটাস। শখ কইরা পোস্ট দেই নাই,অনেক দুঃখ নিয়া লিখতে বসছি। আমার খুব কাছের মানুষ ছিল পোলাটা,২বছরের রুমমেট। ও হিজবুতে ঢুকার পর পুলিশের রেইডের ভয়ে বাসার মালামাল ফালায় মেস ছাইড়া পলাইতে হইছে। তারপরও নিস্তার পাইলাম না।
এতদিন পর আবার এর জন্যই রাত ৩টার সময় জুনিয়রের কাছে অপমানিত হইলাম আজকে। কি পরিমাণে মগজধোলাই খাইলে বিশ্ববিদ্যালয়ে পড়া একটা মানুষ এইরকম কিছু লিখতে পারে তা আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। আর কিছু বলার নাই,খালি একটা দোয়াই করব আল্লাহর কাছে, আল্লাহ যেন এদের মনে শান্তি দেন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।