আগের পোষ্টে দেখলাম অনেকেই হিজবুত তাহরীর নিষিদ্ধ কারার কারন সম্পর্কে জানতে চাচ্ছেন। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর এর কাছে বক্তব্য দিয়েছেন;
তারা বলেন: "বৃহস্পতিবার থেকে হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে। আমরাও দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, এ সংগঠনটির কার্যক্রম দেশে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।"
হিযবুত তাহরীর বাংলাদেশের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মহিউদ্দিন আহম্মেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওযা প্রতিক্রিয়ায় দাবি করেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে 'সরকারের একাংশের সংশ্লিষ্টতা' উন্মোচন ও বিরোধিতা করেছেন বলেই সরকার তাদের নিষিদ্ধ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।