আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র মানুষকে টানে কিন্তু মানুষ মানুষকে কাছে টানে না কেন ?

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

কে না ভালবাসে সমুদ্রকে ? সব্বাইকে সমুদ্র চুম্বকের মতো কাছে টানে । অনেকেই বলে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে মন ভাল হয়ে যায় । আসলেই কি কথাটি সত্যি ? আমি এর ১০০% সমর্থন করি । আদি প্রান সৃষ্টি হয়েছিল পানিতে ।

এবং তা সমুদ্রের পানিতে । যে কারনে আমাদের শরীরের পুরোটাই আসলে পানি । রক্তের ঘনত্ব ও সমুদ্রের পানির ঘনত্বও এক । সমুদ্রের পানিতে যে অনুপাতে Nacl ও kcl থাকে, মানুষের রক্তেও ঠিক সেই অনুপাতে Nacl ও kcl আছে । ( অনুপাতটা জানি না ) এই কারনেই মানুষ সব সময় সমুদ্রের পানিতে নামতে চায় ।

এখন আমার প্রশ্ন এক মানুষের রক্তের সাথে আরেক মানুষের রক্তের মধ্যে কি এই মিলটুকু নাই ? তবে কেন মানুষে মনুষে এত দূরত্ব ? মাঝে মাঝে যেমন সমুদ্র অতি কাছে টেনে নিয়ে মানুষ কে গ্রাস করে তেমনি মানুষও অতি আপন যাকে মনে করে তাকেই হয়তো খুন করে । আহা হা কি অপূর্ব মিল !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.