আমাদের কথা খুঁজে নিন

   

গনতন্ত্রের অগনতান্ত্রিক চর্চা, কিছু প্রশ্ন?

আমি দুরন্ত দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি অনন্ত উর্বর, আমি কালের হস্তে করি উষরকে সবুজ প্রান্তর। আমি মুক্ত, আমি উচ্ছ্বল, আমি তারুণ্য, কারণ- আমি যে দুরন্ত। সহজ ভাষায় গনতন্ত্র বলতে আমরা বুঝি, সকল ক্ষেত্রেই সমান নাগরিক অধিকার। কিন্তু বাস্তবিক অর্থে কি তাই হচ্ছে? সেই যুক্তি তর্কে না-ই গেলাম।

আমাদের দেশের প্রধান গনতান্ত্রিক দুটি রাজনৈতিক দল তাদের দলের আভ্যন্তরে গনতন্ত্রকে লালন করার জন্য কি পদক্ষেপ নিয়েছে তা বিচার বিশ্লেষণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে আমরা সহজ ভাষায় স্বৈর তান্ত্রিক গনতন্ত্র বলে চালিয়ে দিতে পারি। কি মনে হয়, রাজনৈতিক দুটি দল নেত্রি বা মেডামকে খুশি করা ছাড় কিছু করতে পেরেছে? যাক সে দিকে মন্তব্য না করাই ভাল। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তবে নাগরিক বলতে আমরা শুধু দেখি হয়ত আওয়ামী লীগ নতুবা বি এন পি বা তাদের অঙ্গ সংঘটনের কমীমহাসয়েরা, সকল কাজে সকল ক্ষেত্রেই যাদের সরব উপস্থিতি। যেখানে কোন কাজ আমাদের জন্য প্রায় অসম্ভব সেখানে আমাদের নাগরিক ভাইয়েরা সাবলীল ভাবে বাড়িতে বসেই মুঠো ফোনের কল্যানে সকল মুসকিল আসান করে দিতে পারছেন।

যা এক বিরাট তিলেছমতি কারবার। আর আমারা একটি অংশ (নির্দলীয়) দুদিকের যাতাকলে পিষে মরছি। কেন? তাহলে যে বিশাল জন সমষ্টি যারা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তাদের স্বার্থ দেখার দায়িত্ব কার? সরকারের? যদি সরকারের হয় তাহলে আজ পর্যন্ত কী কোন সরকার দলীয় তাদের দলীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠতে পেরেছে? আমার প্রশ্নটা সরল। দেশের প্রতিটি ব্যক্তিই দেশের গনতন্ত্রের অংশ, তা সে যে কোন দলেরই হোক না কেন। সরকারের উচিত দেশের সকল নাগরিকের প্রতি সমান দায়িত্ব পালন করা।

ঠিক বিরোধী দলের ও তাই কর্তব্য। বস্তুত কেউই এর ধারে কাছেও নেই। আরে দেশ প্রেমের বুলি আওরে দেশের মানুষকেই যদি ভালবাসতে না পারলেন, তা হলে এ কেমন দেশ প্রেম? দলীয় কর্মীদের প্রীতিকে যদি দেশের মানুষের প্রতি প্রেম বলা হয় তাহলে অবশ্য আমার কথাটি ভুলই বিবেচিত হবে। তাই সকলের প্রতি (যারা আমার মত নির্দলীয় নাগরিক) অনুরুধ সর্ব অবস্থায় চুপ করে থাকুন। কারন বোবার কোন শত্রু নেই।

আর সত্য যদি বলেনই তবে এক পক্ষ বলবে বিরোধী দলিয় কর্মী অথবা অন্য পক্ষ বলবে বেটা নিশ্চই সরকার পক্ষের লোক। কি মনে হয়? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.