। । গ্রীষ্মের দুপুরে উত্তপ্ত প্রহরে হঠাৎ মুষল ধারে বৃষ্টির পরশ, শীতের সকালে অবসন্ন সময়ে এক টুকরো মীঠে রোদ, বর্ষার দিনে মেঘ ডাকা বিকেলে হঠাৎ করেই মেঘ কেটে সূর্যের ঊকি, তপ্ত রোদে অনেক পথ পাড়ি দিয়ে হঠাৎ খুজে পাওয়া বটের স্নীগ্ধ ছায়া, ঘন কালো রাত্রে নির্মল চাদের আলো, বেসুরো সুরহীন জীবনে বন্ধু তুমি সুরের মহনীয়তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।