আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার কোথায় ভালো পোস্টার কিনতে পাওয়া যায় কেউ বলতে পারবেন ?

কয়দিন আগে আমার থাকবার আস্তানাটা পরিবর্তন হয়েছে- ভাবলাম নতুন কিছু পোস্টার লাগানো দরকার- ফাঁকা রুমে থাকতে ভালো লাগেনা । কিন্তু সমস্যা হলো ঢাকায় ভালো পোস্টার পাওয়া যায় কই এটাই জানিনা। IDB তে গেমসের কিছু পোস্টার বিক্রি হতে দেখেছিলাম- আমার দৌড় ওই পর্যন্তই। বায়তুল মোকাররমের দিকেও বোধহয় "i love my mother" আর "i will never leave your hand" টাইপের পোস্টার পাওয়া যায়। কিন্তু ভালো থিমওয়ালা পোস্টার পাবো কই কেউ বলতে পারবেন ? আমার ঝোঁক সায়েন্সের দিকে- তাই সায়েন্স, অথবা হেভি মেটাল ব্যান্ডের পোস্টারগুলোর দিকে জোর দিচ্ছি। কেউ সাহায্য করলে খুব খুশি হবো। ভালো থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।