আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাসিবাদ নিপাত যাক, বাক-স্বাধীনতা মুক্তি পাক

একটি বৈষম্যহীন, শোষণহীন, অসাম্প্রদায়ীক ও ঐক্যবদ্ধ পৃথিবীর স্বপ্ন দেখি কিছুক্ষণ পরেই চলে যাবো শাহবাগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মিলেমিশে, তাদের পাশে দাড়িয়ে তাদের আন্দোলনে সাহস যোগাতে। ৪টায় চলে আসুন শাহবাগ যাদুঘরের সামনে। -আমরা যদি না জাগি তো, ক্যামনে সকাল হবে? আটক হওয়ার আগে আসিফ ভাইয়ের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস। গত শুক্রবারের পোস্ট। আজকে তার ঠিক দুই দিন পর আমরা আসিফ ভাইকে মুক্ত করতে মিলিত হবো শাহবাগের জাদুঘরের সামনে।

মানুষ প্রথম স্বাধীনতা হল তার কথা বলার স্বাধীনতা। সেটাই যদি না থাকে তাহলে একজন নিজেকে কখনো স্বাধীন বলতে পারে না। সরকার প্রতিনিয়ত সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করে চলেছে। কথায় কথায় ইলেক্ট্রনিক মিডিয়া, ফেসবুক ব্লগের উপর নেমে আসছে তার কালো হাত। ছাত্রদের ন্যায্য দাবীর আন্দোলন, শ্রমিকদের নূন্যতম মজুরী আন্দোলন, দেশের সম্পদ দেশে রাখার আন্দোলন তাদের কাছে হয়ে যায় সরকারবিরোধী আন্দোলন।

সবকিছুতেই তারা যুদ্ধাপরাধী বিচার ধ্বংসের পায়তারা খুঁজে পান। এই করতে করতে যে আসল যুদ্ধাপরাধীরা সংগঠিত হচ্ছে সেদিকে তাদের খেয়াল নেই। যাই হোক সেটা ভিন্ন প্রসংগ। জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসার পর থেকে বিভিন্ন অগনতান্ত্রিক কাজ করে আসছে সর্বশেষ তার সরকার তার গনতন্ত্রহীনতার নজির দেখালেন ব্লগার আসিফ মহিউদ্দিনকে গ্রেফতার করে। অবশ্য এটাই শুরু নয় এর আগেও তারা ব্লগার অনুপম সৈকত শান্ত এবং অনলাইন এ্কটিভিস্ট ফিরোজ আহমেদকে গ্রেফতার করেছিল।

আমরা জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্ট এর পক্ষ থেকে গত শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান ২৭(৪) ধারা বিরোধী আন্দোলনের আন্দোলনরত ছাত্রদের সাথে সংহতি জানাতে গিয়েছিলাম শাহবাগের যাদুঘরের সামনে। পুলিশ সমাবেশ শুরুর আগেই সেখান থেকে প্রায় ২৯ জন ছাত্রকে গ্রেফতার করে। তারপরও আমাদের সমাবেশ বন্ধ করিনি। আমরা কিন্তু সমাবেশ করেছি। কারণ আমরা সরকারের রক্তচক্ষুকে ভয় পাই না।

আমরা জানি, আমরা যা করছি ঠিকই করছি। ন্যায়ের পক্ষে আছি, থাকব। আমরা যেমন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সারা দেশের তরুন সমাজকে অনলাইনের মাধ্যমে ঐক্যবদ্ধ করেছিলাম ঠিক তেমনি সরকারে সকল অগনতান্ত্রিক দেশের স্বার্থবিরোধী সকল তৎপড়তার বিরুদ্ধে ব্লগে, ফেসবুকে সকল প্রকার অন্তর্জালীয় মাধ্যমে, মিডিয়ায় এবং প্রয়োজনে রাজপথে প্রচার চালাবো। সকল অন্যায় সিদ্ধান্ত প্রতিহত করা হবে। একজন আসিফ মহিউদ্দিনকে মুক্ত করতে প্রয়োজনে আরো কয়েক হাজার আসিফ মহিউদ্দিন আটক হব।

ব্লগার আসিফ মহিউদ্দীন এর মুক্তির দাবীতে আসুন একত্র হই আজ (০২/১০/২০১১, রবিবার) ঠিক বিকাল চারটায় শাহবাগ মোড়ে। আমাদের কথা আমরা বলতে চাই। মুক্তবুদ্ধির চর্চার পথে কাঁটাগুলো আমরাই উপরে ফেলবো। আমরা, ব্লগার রা। আমাকে যদি গ্রেফতার করে, করুক।

চালিয়ে যাবেন আন্দোলন। কতোজন ব্লগার-লেখক-বুদ্ধিজীবি-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-শিক্ষক কে আটক করবে? এ আমাদের প্রাণের দাবী, এ আমাদের মৌলিক অধিকারের দাবী! আমরা কলম ধরেছি, ছুরি/পিস্তল না! আমরা লেখক, সন্ত্রাসী না! আমরা বুদ্ধিজীবি, পেশীজীবি না! চলে আসেন ঘর-অফিস-রেস্টুরেন্ট-বিশ্ববিদ্যালয়-কলেজ-মেডিকেল থেকে। আমরা দেখাবো, শুধু লিখতে নয়, প্রয়োজনে আমরা রাজপথে নামতে পারি। জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্ট আসুন মুক্তচিন্তার বিরুদ্ধে আক্রমন রুখে দাড়াই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.