আমাদের কথা খুঁজে নিন

   

দেশবিরোধী কুখ্যাত লবিষ্ট ফার্মটির ক্লায়েন্ট ডঃ ইউনুস!

একটি সংগবদ্ধ চক্র লন্ডন ও নিউইয়র্কে উচ্চমুল্যে লবিষ্ট নিয়োগ করে দেশ বিরোধী প্রচারনা চালাচ্ছে। এই ধরনের লবিষ্ট ফার্ম, পি আর ফার্ম, এডভাইজারস ফার্ম প্রভৃতির মাধমে সাধারনত আফ্রিকা বা মধপ্রাচ্যের শৈরাচারি সরকাররা ব্যাবহার করে থাকে তাদের দুর্নিতি, গনহত্যা ধামাচাপা দিতে। এই কুখ্যাত লবিষ্ট ফার্মের ক্লায়েন্ট ছিল খালেদা জিয়া। এখন আরেকজন ভিআইপি ক্লায়েন্টের নাম জানা গেল, উনি সবার সুপরিচিত ডঃ ইউনুস। এই লবিষ্ট ফার্ম, পি আর ফার্ম বা এডভাইজারস ফার্মগুলোর কাজ মুলত দালালি।

এরা কংরেসম্যান, এমপি বা সরকারের ক্ষমতাধর কাউকে হাত করে। লব্বিং করে বা ঘুশ বা অনৈতিক প্রভাব বিস্তার করে বিনিময়ে ক্লায়েন্টের কাজ হাসিল করে, এই ফার্মগুলো রেজিষ্টার্ড ও কার্যক্রম সে দেশে বৈধ। আমাদের দেশে এধরনের কাজ অনৈতিক, কারন দালালি করার জন্য লোক ভাড়া করা আমাদের দেশে দুর্বৃত্তপনা হিসেবেই দেখা হয়। মার্ক পার্সি, লন্ডনের পেশাদার জনসংযোগ প্রতিষ্ঠান (লবিং ফার্ম) বিটিপি এডভাইজারস এর এজেন্ট। সম্প্রতি ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার একটি নিবন্ধ ছাপাতে 'বিটিপি অ্যাডভাইজরস' নামে লবিষ্ট ফার্মের সাহায্য নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল।

যদিও খালেদা ৬ মাস পর এটা অস্বীকার করেছিলেন। দলের মুখপত্র বলেছেন খালেদাজিয়ার স্বাক্ষর জাল করে এই লেখা ছাপানো হয়েছে! Click This Link পেশাদার কোম্পানি হিসেবে বিটিপি আনুষ্ঠানিক চুক্তি ছাড়া খালেদা জিয়ার নিবন্ধ প্রকাশের উদ্যোগ নেওয়ার কথা নয়। আবার ওয়াশিংটন টাইমস জোর গলায়ই বিটিপি অ্যাডভাইজরসের মার্ক পার্সিকে বেগম খালেদা জিয়ার এজেন্ট হিসেবে উল্লেখ করছে। Click This Link ফলে নানা ধরনের গুঞ্জন এবং কৌতূহল তৈরি হচ্ছে। এখন আবার এর ভেতর ডঃ ইউনুসের নামও যুক্ত হল! খোঁজ নিয়ে দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের নিন্দিত এবং কুখ্যাত শাসকরা এই কোম্পানিটিকে প্রোপাগান্ডার জন্য ব্যবহার করেছেন।

কোম্পানিটি গণহত্যার দায়ে অভিযুক্ত কেনিয়া ও রুয়ান্ডার সরকারের পক্ষে বিশ্বব্যাপী জনমত তৈরির কাজ করছে। এদের কাজের পদ্ধতিও অভিনব। প্রভাবশালি গ্রুপকে বশ করার পাসাপাসি ক্লায়েন্টের পক্ষে প্রীন্ট মিডিয়া ও অনলাইনে নানা ধরনের প্রচার প্রোপাগান্ডা চালানো, উইকিপিডিয়াসহ তথ্য সরবরাহ করার যেসব মাধ্যম রয়েছে সেগুলোকে নিউট্রালাইজ করা, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আক্রমণাত্মক সাইট বা পেইজ খুলে আক্রমণ করা। এইসব কাজে এরা ফেইসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, বিটিপি অ্যাডভাইজরস বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তির হয়ে কাজ করছে।

নোবেল বিজয়ী মহান ডঃ ইউনুস কেন এই কুখ্যাত ফার্মের মক্কেল হয়েছিলেন তা হয়তো সময়ই বলে দিবে। টাইমস-ইকোনমিষ্টের ৩ বছরব্যাপি প্রপাগান্ডা তাহলে ইউনুসদেরই কারসাজি? সাপোর্টিং লিঙ্ক Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.