আমাদের কথা খুঁজে নিন

   

অনেকের চোখেই "দেশবিরোধী" (!) একটি প্রতিজ্ঞা করলাম

শেকল আমাকে আটকাতে পারবেনা, পারবে সময়। সময়ের আগে তাই ছুটে চলেছি। একদল এখন সবকিছুতেই ষড়যন্ত্র খোঁজে , একদল দেশপ্রেমের নামে দিনরাত আদিখ্যেতা করে, একদল নিরপেক্ষ ছদ্মবেশে পছন্দের রাজনৈতিক দলের পদলেহন করে, আর আমার মত একদল লোক এখন সবকিছুতেই বিরক্ত বোধ করে। আমাদের নাম হয়ে যায় নৈরাশ্যবাদী। স্বাধীনতা দিবসে ষড়যন্ত্র, গণজাগরণ, বিএনপি-আওয়ামী-জামাতের অতীতমুখী রাজনীতি নিয়ে অর্বাচীন মন্তব্য না করে, প্রোফাইল পিকচার পরিবর্তনে কর্ম সারা না করে, একটি প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে যেখানেই থাকি না কেন দুর্নীতিকে "না" বলার সাহস অর্জন করব, স্বাধীন বাংলাদেশের সংস্কৃতির পরিপন্থী এমন আচার ব্যবহার করব না, এবং নিজের গ্রামের একটা হলেও কৃষক পরিবারকে পৃষ্ঠপোষকতা করব। এখন আবার অনেকেই বিরক্ত হবেন, স্রোতের বিপরীতে মনোভাব ধারণের জন্য। অনেকেই তো বাংলা পরীক্ষা দেওয়াই শেষ করতে পারেননি এখনও।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.