চাই শুধু নিরবিচ্ছিন্ন নিরপত্তা নিজেকে বিকশিত করার জন্য। । আওয়ামি মত প্রকাশের নমুনা! একজন ব্লগার ন্যায্য দাবীর প্রতি সম্মান জানানোর ফল হিসেবে গ্রেফতার। হরতাল মহাপাপ ঠিক আছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও একমত।
কিন্তু বিরোধী দলের শান্তিপূর্ণ
হরতাল, সমাবেশে বাধা প্রদান করে সেই মহাপাপকেই তো হালাল করে দেয়া হচ্ছে। এখন ব্লগারদেরও ধরা হচ্ছে। আওয়ামিলীগ এখন রাস্তা থেকে শুরু করে বাড়ীর রন্না ঘর পর্যন্ত ঢুকে গিয়েছে। আওয়ামিলীগ যতোবার ক্ষমতায় এসেছে বিভিন্ন কায়দায় তারা বাকশাল কায়েম করেছে।
02 Oct 2011 03:52:33 AM Sunday BdST
ব্লগার আসিফ মহিউদ্দীন আটক!
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানানোয় আসফি মহিউদ্দীন নামে এক ব্লগারকে শনিবার রাতে মিন্টু রোরোডের ডিবি র্কাযালয়ে ডেকে নিয়ে আটক রাখা হয়েছে বলে পরিবারের পক্ষে অভিযোগ করা হয়েছে।
আসিফেরে পরিবার জানায়, কয়কেদনি ধরে ডিবি তাকে খুঁজছলি। শুক্রবারও তার বাসায় গিয়ে না পেয়ে তাকে ডিবি অফিসে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য পরিবাররে সদস্যদের বলে আসে । আসিফের বড় বোন শনিবার রাতে তাকে নিয়ে ডিবি অফিসে যান। এসময় বোনকে পাঠিয়ি দিয়ে আসিফেকে আটকে রাখা হয়।
তবে ডবি পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চত হওয়া যায়নি।
ডিসি(উত্তর) মো: মনিরুজ্জামানের সঙ্গে এ বিষয়ে বশে কয়েকবার যোগাযোগের চষ্টো করেও কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি ব্লগার আসিফ “জাতীয় র্স্বাথে ব্লগার-অনলাইন একটভিস্টি” এর ব্যানারে জগন্নাথের আন্দোলনের পক্ষে কাজ করছলিনে।
বাংলাদেশ সময়: ০৩৫৫ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১
খবরের লিংক:
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।