একজন নির্বোধের বয়ান আর সুন্দরী মেয়েরা সাবধান। বাইরের রূপ দিয়ে সবাইকে ভোলানো গেলেও, ঈশ্বরকে ভোলানো যায় না।
দেখি কে কে হাত তোলে যে, সে পারসোনাতে যায়নি? হিঃহিঃ লজ্জা পাইয়া লাভ নাই, যা হওয়ার হইয়া গেছে। দেহের সৌন্দর্য সবাইকে দেখিয়ে মুগ্ধ করানো গেল কিন্তু ঢাকা সৌন্দর্য যে আরো কত মানুষ দেখে গেল, তার কী হবে?
পারসোনা বন্ধ করা হোক। পারসোনার মালিককেও এই একই শাস্তি দেওয়া হোক, তবে যদি লজ্জা পায়।
আয়োজন করে সুন্দরী প্রতিয়োগিতা করা হয়, সেখানে আবার মেয়েদের সাজানোর জন্য পারসোনাকে ডাকা হয়। রূপ বিকানোর হাঁট-বাজার এই শহুরে সভ্যতা। নগ্নতাই যার মূল অবলম্বন।
ভাইরে কই আছি আমরা? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছে দেশ? কোথাও কী আমরা নিরাপদ নই? এখন অপেক্ষায় আছি, আরো বিশেষ বিশেষ রহস্য প্রকাশের।
বড় বাঁচা বেঁচে গেছি, আমি নিজে লজ্জার হাত থেকে।
আমাদের কেউ পারসোনাটত যায় না বলে। নইলে সবাই সবাইকে দেখে লজ্জা পেতাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।