জীবন মানেই, অনিশ্চয়তায় গা ভাসিয়ে নিশ্চিন্তে পথ চলা। আলোকহীন পৃথিবীটায় অন্ধকারেরই রাজত্ব চাঁদ সুরুজ জোনাকীরাও নিয়েছে মেনে দাসত্ব। সুন্দর, জ্ঞানের পুজারীরা আজ সবই ঘুমন্ত হাহাকার আর বিভীষিকার নাই হেথায় সীমান্ত। চলছে সবই আপন তালে নেই যেন বিধি বিধান কুলাঙ্গার ঐ ইবলিশ হেথায় ফলায় সংবিধান। রক্তচোষা মানব যে সব ধ্বংসে আপন জাতি কালোগহ্বর যেন এটা জ্বলেনা আশাদ্বীপের বাতি। স্বাচ্ছন্দে শয়তান হেথায় করে যে অভিসার ভয়ঙ্করের ছন্দে মেতে ভাঙ্গে সব স্বাধিকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।