অন্যায় যে করে, অন্যায় যে সহে ২জনই খারাপ মানুষ আমরা ছেলেরা প্রায়ই টেমপ্লেট বিলি করি যে "মেয়েরা এবং মেয়েদের মন কতটা বিচিত্র"। কিন্তু দেখা যায় আমরা পুরুষরাও কম না। আমরা বলি মেয়েদের স্যাটিসফাইড করা সম্ভব নয়। আসলে দেখা যায় যে পুরুষদেরও স্যাটিসফাইড করা সম্ভব নয়।
নিচের পয়েন্টগুলো পড়ে নিজেই বিচার করুন :
***
যদি গার্লফ্রেন্ডকে ফোন করে বন্ধ পায় তবে বলে " সে নিশ্চয়ই চিটিং করছে"।
-নিজের ফোন বন্ধ থাকলে বলে " ব্যাস্ত ছিলাম"।
***
মেয়েটা যদি খুব ভালবাসা প্রকাশ করে তাহলে বলে, " তুমি বেশীই সিরিয়াস, বেশী দ্রুত হয়ে যাচ্ছে"।
-না করলে বলে, অহংকারী।
***
মেয়েটা যদি সুন্দর করে সাজে তখন বলে, " অন্য পুরুষদের পটানোর জন্য?"
-না সাজলে বলবে , "ক্ষ্যাত"।
***
যদি কোন কথায় যুক্তি দেয় তখন পুরুষ বলে, "বেয়াদব"।
-মেনে নিলে বলে, বোকা।
***
মেয়েটা যদি ছেলের তুলনার বেশী স্মার্ট হয় তখন বলে, শো গার্ল নইলে ঢং।
-আর ছেলেটা যদি স্মার্ট হয় তবে বলে, আমিই উত্তম।
***
মেয়ে যদি ছেলেকে অনেক ভাল না বাসে তবে বলে, পাষানী।
-ভালবাসলে মনে করে এটাই স্বাভাবিক।
***
যদি আদর করতে না দেয় তখন বলে, তুমি আমাকে ভালবাস না।
-আর আদর করতে দিলে বলে,সস্তা, চরিত্রহীনা।
***
মেয়ে যদি তার সমস্যার কথা বলে , তাহলে মেয়েটা নিজেই সমস্যা।
-সমস্যার কথা না বললে ছেলে বলে, তুমি আমাকে বিশ্বাস করো না।
***
মেয়ে যদি প্রমিস রাখতে না পারে তবে, অবিশ্বস্ত।
-ছেলে প্রমিস ভাঙ্গলে , পরিস্থিতির শিকার।
***
মেয়ে সিগারেট টানলে, খারাপ নষ্টা মেয়ে।
-ছেলে সিগারেট টানলে, স্বাভাবিক ভদ্রলোক।
***
যদি মেয়ে ভাল চাকরী পায় তবে সেটা ভাগ্য।
-ছেলেটা ভাল চাকরী পেলে সেটা যোগ্যতা।
***
মেয়ে যদি ছেলেকে কষ্ট দেয় তবে সে পাষানী।
-ছেলে কষ্ট দিলে, মেয়েটা খুবই সেনসেটিভ।
দেখলেন আমরা কতটা বিচিত্র?
আজকে নিতুর সাথে খুব ভাল সময় কাটিয়ে এলাম। পুরুষ ও মেয়েদের মন নিয়ে অনেক কথা হয়েছে। ওর কাছ থেকে কিছু পয়েন্ট ও কিছু নিজে বানিয়ে পোস্ট দিলাম।
আমারদের প্রথম যৌথ প্রোডাকশন বলা যায় এটাকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।