নারীদের জন্মনিয়ন্ত্রনের পাশাপাশি এবার পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রন পিল তৈরির কথা ভাবছেন বিজ্ঞানীরা। সঙ্গিনীকে গর্ভবতী না করে যৌন জীবনের পরিপূর্ণ আনন্দ নিতে প্রচলিত পুরুষ জন্মনিয়ন্ত্রন পিলের পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে শুক্রাণু শরীরের নির্দিষ্ট ভাণ্ডারে জমিয়ে রাখার ব্যবস্থা করার জন্য ভাবছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী।
পুরুষের জন্য তৈরীকৃত জন্মনিয়ন্ত্রন পিল এতদিন নিষ্ক্রিয় শুক্রাণু উৎপাদনে সাহায্য করত। কিন্তু এই পিলের কারণে কখন যৌন সক্ষমতা কমে যেত, কখনও বা পুরুষত্বহীনতার সমস্যা দেখা দিত।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের সাবাতিনো ভেনচুরা জানান, নিঃসরণের আগে ভাস ডিফারেন্সে সঞ্চিত হয় শুক্রাণু।
সেখানে শুক্রাণুকে আটকে রেখে জন্মনিয়ন্ত্রনের ব্যবস্থা করতে নতুন পিল তৈরির চেষ্টা করছে গবেষকরা।
ইঁদুরের জিনগত পরিবর্তন ঘটিয়ে এরই মধ্যে সফল ভাবে পরীক্ষাটি করা হয়েছে। কিন্তু মানবদেহে তা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজন দু'টি পিল। এর মধ্যে একটি বানিয়ে ফেলেছেন গবেষকরা। চেষ্টা চলছে অন্যটি বানানোর।
এই পিল শুক্রাণুর কার্যকারিতা নষ্ট করবে না। শুধু ভাস ডিফারেন্সেই তার গতি আটকে দেবে।
তবে এই পিল রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সামান্য বাধার সৃষ্টি করতে পারে বলে জানা গিয়েছে। এর ফলে প্রভাবিত হতে পারে রক্তচাপ বা হৃদ্স্পন্দনের গতি। ইঁদুরের ক্ষেত্রে অবশ্য জিনগত পরিবর্তনের ফলে রক্তচাপে সামান্যই তারতম্য ঘটতে দেখা গিয়েছে।
পিল তৈরির ক্ষেত্রে এই বিষয়টি তাই মাথায় রাখা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।