নির্যাতিত পুরুষদের জন্যে অন্টারিতে সাপোর্ট সেন্টার
নতুনদেশ ডটকম
নির্যাতিত বিশেষ করে যৌন হয়রানির শিকার হওয়া পুরুষদের আইনি ও পূনর্বাসন সহায়তা দিতে অন্টারিওতে সাপোর্ট সেন্টার হচ্ছে। অন্টারিওর এটর্নী জেনারেল ক্রিস বেন্টলি নতুন এই সাপোর্ট সেন্টারের সেন্টারের জন্যে ২ মিলিয়ন ডলারের বরাদ্দের কথা জানিয়েছেন।
বেন্টলি বলেন, নির্যাতিত পুরুষদের জন্যে এই ধরনের সহায়তা ব্যবস্থা কানাডায় এমনকি উত্তর আমেরিকায় প্রথম উদ্যোগ। তিনি বলেন, কানাডায় নারী এবং শিশুরা নির্যাতিত হলে তাদের সহায়তা দেওয়ার জন্যে নানা ধরনের সংস্থা এবং প্ল্যাটফরম আছে। কিন্তু পুরুষরা যৌন হয়রানির শিকার হলে তাদের সহায়তা দেওয়ার সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। সেই কারনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, অন্টারিওকে চারটি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলে নির্যাতিত পুরুষদের পুলিশ বা আইনি সহায়তা দেওয়ার নেটওয়ার্ক স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে ২ বছরের জন্যে ২.২ মিলিয়ন ডলার বরাদ্দ করা হলেও এটি স্থায়ী করা হবে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।