শিশুকে প্রতিদিন গোসল করানো উচিত নয়; এতে চামড়ার উপরিভাগের চর্বির ঘাটতি হয় যা শিশুর চামড়াকে শুষ্ক করে দেয়ার কারণ হয়। তাই পিতা -মাতার জন্য আমাদের পরামর্শ হচ্ছে শিশুকে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবধান রেখে গোসল করানো দরকার। অবশ্য গোসল করানোর পর শিশুর চামড়া যাতে শুষ্ক না হয় তার জন্য বেবি লোশন বা জয়তুনের তেল দিয়ে মালিশ করা ভাল। পিতা -মাতাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, শিশুকে গোসল করানোর কারণে পানি তার কানে যায়, আর তাই গোসলের পর তাদের চেষ্টা হয় যত শীঘ্র হেয়ার বার্ড বা অন্য কোন কিছু দিয়ে শিশুর কানের ভেতরটা পরিষ্কার করানো। এ কাজ খুবই বিপজ্জনক, কেননা এতে কানের পর্দায় (আঘাত লাগার দরুন) ছিদ্র হওয়ার কারণ হয়। যাতে শিশু তার শ্রবণ শক্তিও হারাতে পারে। উল্লেখ্য যে, কানের ভেতরটায় এক প্রকার তরল পদার্থ রয়েছে যা কানে পানি প্রবেশ করার পথ রোধ করে। মূল: দৈনিক কেইহান (ফার্সি পত্রিকা), সংখ্যা: ১৯৯৩৬।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।