মনে আছে মাটির ময়না যখন প্রথম মুক্তি পায় ২০০ টাকায় ব্ল্যাকে টিকিট করে দেখেছিলাম মধুমিতায়। ছবিটা দেখে আমার মনে হয়েছিল ২০০ টাকা উসুল হয়নি। আসলে ২০০ টাকা ঠিক না টাকা গিয়েছিল ৪০০। সাথে এক বড় ভাই ছিল তাকেও্র আমিই দাওয়াত করি সিনেমাটা দেখতে। তখন বয়স ছিল কম, নতুন নতুন হলিউড মুভি দেখা আরম্ভ করেছি।
কাজেই মাটির ময়না দেখে মনে হলো ৪০০ টাকা জলে না গেলেও ঠিক উসুল হলো না। । তারেক মাসুদের মৃত্যুর পর ডাউনলোড করে ছবিটা আবার দেখলাম। এবার কিন্তু ঠিকই মন ছুঁয়ে গেল। হয়তো ৪০০ টাকার জ্বালা নেই বা তারেক মাসুদের মৃত্যুর শোকে তার প্রতি সহমর্মিতা থেকে, কে জানে? ছবির শিল্পমান বিচার করা আমার কাজ নয়।
তবে একটা কথা আমার মনে হয়েছে, আর তা হচ্ছে বাংলাদেশে যারা ভিন্ন ধারার চলচিত্র বানান তাদের অনেকের কাজ দেখলেই সেটাকে সিনেমা কম নাটক বেশি মনে হয়। সে দিক দিয়ে মাটির ময়না ব্যতিক্রম। এটি দেখলে বড় পর্দার সিনেমার আমেজই পাওয়া যায়।
মাটির ময়না সিনেমার শেষের দিকে বটগাছের (নাকি অশ্বথ?) মারফতি গানের একটি আসরে একটি মারফতি গান দেখানো হয়। গানটি আমার খুবই ভালো লেগেছে।
তাই নীচে তুলে দিলাম।
যদি ভেস্তে যাইতে চাও গো
অন্তরে রাইখো আল্লাহর ডর।
যদি আল্লাহর সন্ধান চাও গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।
আমি আপনার মেয়ের বয়সী শরিয়তের হইয়া
মারিফতের বিষয় কিছু শাওয়াল যাবো গাইয়া
বেয়াদবি নিবেন না দেইখা আমার ভান
হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান?
মোল্লা মুনসি ক্ষ্যাপা কেন আপনাদের উপর গো
অন্তরে রাইখো আল্লাহর ডর।
কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন
দুই পাতা সিপারা পইড়া বুঝবে কি মদন?
নিজেরাই বুঝে না অন্যরে বুঝায়
সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠ মোল্লারা খায়
বেহেশতের লোভ করি না হায় নাই দোযখের ডর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।
ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া
রোজার দিনে গাজা টানে ধ্যানেরই নাম নিয়া
হজ্জ যাকাত করেন না নাহয় নিলাম মানি
কি প্রবলেম করছে আপনার বলেন কোরবানী?
রক্ত দেখলে কাপবে কেন মুসলিমের অন্তর গো
অন্তরে রাইখো আল্লাহর ডর।
কুরবানী করতে হুকুম প্রাণ-প্রিয় ধন
গরুছাগল হইল কি তোর এতই প্রিয়জন?
নিজের থাইকে প্রিয় বস্তু আর যে কিছু নাই
আত্মত্যাগই আসল কুরবান জেনে নিও ভাই
দশ ইন্দ্রিয় ছয়টি রিপু পারলে দমন কর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।
ছেরি নিয়া বেরান ঘুরি নিকা না করিয়া
একসাথে নাচেন গান বেপর্দা হইয়া
পুরুষ পোলার জন্য বাহির নারীর জন্য ঘর গো
অন্তরে রাইখ আল্লাহর ডওওর।
মাইয়া হইল আদি বস্তু, সৃষ্টি যারে দিয়া
ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া
মাইয়া হয় প্রেমের ভান্ডো মাইয়া হইল মা
মাইয়া না হইলে ভবে আমরা আসতাম না
সৃষ্টি করতে দুইটি লাগে নারী আর নর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।
যদি আল্লাহর সন্ধান চাও গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।