সময়ের উড়াল সেতুতে তোমার হাঁটা বড়ই নাজুক তুমি অসহায় ক্রীড়নক তুমি মানব নতজানু রাজা ঈদিপাস। যতই করো সাধনা নেপোলিয়ন প্রতিজ্ঞায় লক্ষে কি পারবে পৌঁছতে নিয়তির বৈরিতায়! মন আর মনন বন্ধক তোমার জিন কোডে আঁকা থাকে নিয়তি মানচিত্র কি করে এড়াবে তুমি তা' মানব ! মিছেই অগ্নি সাক্ষী, শাস্ত্র দোহাই যজ্ঞ আর পূজার নৈবেদ্য নিয়তির টানেই অনিচ্ছার উজান স্রোতে মানব তোমার বাস। জীবন সে তো নিয়তির ভেল্কিবাজ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।