আমি একজন নিরিহ মানুষ
নিয়তির খেলা
তাহমীদ আবরার
তোমার হৃদয়ে জমানো স্বপ্নগুলো যখন
পুরাবার কাঙখিত সময় এলো,
ঠিক তখনি তোমার হারিয়ে যাওয়া।
তুমি যার একান্ত অপোয় চৈত্রের দুপুরে
রৌদ্রের প্রখর তাপেও তাকিয়ে ছিলে আকাশ পানে;
তোমার সৌর্জে বির্জে গড়া স্বপ্নের তারা
হাতের মুঠায় এসে আলোকিত করবে দিক্বিদিক।
তিমির রাতেও নির্ভিগ্নে চলবে পথ, তারার ঝলঝলে
আলোক রশ্মিদ্বারা হাস্যজ্জলমুখে।
সে তারা একদিন সত্যি সত্যিই আগমন বার্তা পাঠাল
অথচ সে বার্তা পেয়েও তোমার চলে যেতে হলো
যেতেতো হবেই কারণ,
ডাক এলে কি আর থেকে যাবার সাধ্য আছে কারো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।