ঘটনায় জড়িয়ে যাই
রটনায় শিকার
দোটানায় পড়ে যাই
মনেতে বিকার।
প্রেমেতে পুড়ে যাই
কামেতে জ্বলি
প্রাণেতে কোন শাঁই
লেখে পদাবলি।
মনেতে কোন সাধ
স্বপ্ন দেখায়
ভালোবাসা অগাধ
পত্র লেখায়।
জীবন কিছু নয়
ধু ধু বালুচর
তবু কত সুন্দর
কত মনোহর।
ভালোবেসে দিয়েছিলে
একটি আকাশ
জীবন চলার পথে
আমার প্রকাশ।
ভালোবেসে কে যেন
হাতকড়া পরায়
হাওয়ার মিঠাইয়ে
মনটা ভরায়।
রেহাই পাই নে আমি
শৃংখলিত হই
তুমি যে আমার
মর্ত্যলোকের সই।
ঘটনায় জড়িয়ে যাই
কোথায় আর পালাই ?
০৩.০৩.২০১৪
[অনিবার্য নিয়তির পংক্তি//
শাফিক আফতাব //]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।