আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তির চির অংগনে

ভালবাসী দেশকে দেশের মানুষকে।

এই মায়াবী জণতার কোলাহল ছেড়ে চলে যেতে চাই অচেনা নিকুঞ্জ বনে । শালিকের খয়েরী ডানায় লুকিয়ে নিজেকে আড়াল করিতে অতি সংগোপনে । । যন্ত্রনার বিরহী মাঠের ণগ্নতা ছেড়ে প্রেমিক যাযাবর হতে চাই সিন্ধু তীরে ।

যেখানের অগ্নিবন্ধন দেবে নাকো কভু চাহিতে কারো মুখ পেছনে ফিরে । । চলে যেতে চাই শুকনো পাতা ছাওয়া ঘাসে মহুয়া গজারী জামরুল হিজলের বনে । যেখানে হ্রদের জলে হিজলের শান্ত পাতা নীল জলে খেলিতেছে সংগোপনে । ।

একাকী নির্জনে চেয়ে রবো প্রান্তরের কুয়াশায় বানর বাদড়ের লুকোচুরী খেলা । আকাবাকা বনানীর ফাকে ঘুঘুর গুঞ্জনে অপলক আখি মেলে কেটে যাবে বেলা । । যেখানে যেতে চাই মমতার বালাই হীন অচেনা আশ্বিনে যুগান্তরের প্রাংগনে । যেখানে নেই চাওয়া পাওয়ার আর্তনাদ অভিযোগহীন নিয়তির চির অংগনে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।