ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল এ গানটার কোন রচয়িতা পাওয়া যায়নি, তবে আড্ডায়, রকে, এমনকি প্রোগ্রামেও ব্যাপক গাইতে শুনেছি... কেউ রচয়িতার নাম জানলে জানাতে পারেন.... ......................................... আহারে পরানের বান্ধবরে বান্ধব ভাঙ্গা ঘরে হুইওনা পরে (২) ভাঙ্গা ঘরে হুইলে পরে, ব্যাড়া বাইয়া পানি পড়ে (২) বালিস ভেজলে যেমন তেমন, তোষক ভেজলে হুগায় না (আহারে পরানের... হুইওনা পরে) তোরে মার্কেটেতে লইয়া যামু, য্যা খাইতে চাও সব খাওয়ামু (২) য্যা খাইতে চাও সব খাওয়ামু টাহা কোলোম (কিন্তু) দিমু না (আহারে পরানের... হুইওনা পরে) তোরে আদর দিমু সোহাগ দিমু, আরো ভালবাসা দিমু (২) আদর সোহাগ সবই দিমু বিয়া কোলোম করমু না (আহারে পরানের... হুইওনা পরে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।