বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের রায়বেরালি থেকে ব্যক্তিগত বিমানে দিল্লিতে ফেরার সময় এই দুর্ঘটনার মুখে পড়েন রাহুল।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাহুলের বিমান মাটি ছোঁয়ার কিছু আগে রানওয়েতে ভারতীয় বিমান বাহিনীর এক বিমানের সামনে পড়ে যায়। তবে ভাগ্যগুনে এ যাত্রায় রক্ষা পান রাহুল।
জানা গেছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাহুলের ব্যক্তিগত বিমান ল্যান্ডিংয়ের অনুমতি পায়। কিন্তু সেইসময় একই রানওয়েতে ভারতীয় বিমান বাহিনীর লিউসিন এয়ারক্রাফট ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে ভুল হয়েছে বুঝতে পেরে রাহুলের বিমানের চালককে ওয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয় অন্য রানওয়েতে নামতে। কয়েক মুহূর্তের এদিক ওদিক হলেই ঘটে যেত বড় দুর্ঘটনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।